স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ভাষণ শুনতে মুখিয়ে থাকে গোটা দেশবাসী। তবে নরেন্দ্র মোদীর সময়ে নজর থাকে তাঁর পোশাকের দিকেও। প্রতিবারই নতুন ধরনের সাজে এই বিশেষ দিনটি পালন করেন তিনি।বিশেষ করে প্রতি বছরই ভিন্ন ধরনের পাগড়ি সকলের দৃষ্টি আকর্ষণ করে। এবার ৭৯তম স্বাধীনতা দিবসে টানা দ্বাদশবার লালকেল্লার মঞ্চ থেকে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী মোদী ।আর তার সঙ্গেই স্পর্শ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড।
আরও পড়ুন-'বিশ্বের বৃহত্তম এনজিও!' লালকেল্লা থেকে RSS স্তুতি প্রধানমন্ত্রী মোদীর
এই বছর স্বাধীনতা দিবস উপলক্ষে আরও একবার ট্র্যাডিশনাল আউটফিট পরেই রেড ফোর্টে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধবধবে সাদা কুর্তা ও পায়জামা পরেছেন তিনি। যা একটা পরিষ্কার লুক দিয়েছে তাঁকে। স্বাধীনতা দিবসের জন্য আদর্শ এই আউটফিট। এর উপরে গেরুয়া রঙের হাতকাটা নেহেরু জ্যাকেট পরেছেন মোদী। মাথায় পরেছেন একই রঙের পাগড়ি। এবার জ্যাকেট ও পাগড়ির রং একেবারে মিলে গিয়েছে।এছাড়াও তাঁর লুকটি সম্পূর্ণ করার জন্য, তিনি একটি সাদা উত্তরীয় বেছে নিয়েছিলেন ৷ যার সীমানায় ত্রিবর্ণের রঙ গেরুয়া, সাদা এবং সবুজ দেখা গিয়েছে ।প্রধানমন্ত্রীর এই আউটফিট দেশপ্রেম এবং ভারতের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে।প্রতি বছরই কিছু না কিছু বিশেষ আকর্ষণ থাকেই ৷ এই প্রথমবার নয় যে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী তাঁর লুক দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন । বছরের পর বছর ধরে, তাঁর পোশাক এবং পাগড়ি ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দেশপ্রেমের চেতনার প্রতিফলন হয়ে আসছে । তাই প্রতিবছর মানুষ তার রূপের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে।
আরও পড়ুন-'বিশ্বের বৃহত্তম এনজিও!' লালকেল্লা থেকে RSS স্তুতি প্রধানমন্ত্রী মোদীর
২০১৪ সাল থেকে, প্রধানমন্ত্রী মোদী প্রতিটি স্বাধীনতা দিবস উদযাপনে স্বতন্ত্র এবং রঙিন পাগড়ি পরার ঐতিহ্য তৈরি করেছেন ৷ যা ভারতের বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে ।২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি উজ্জ্বল কমলা, হলুদ এবং সবুজ রাজস্থানী লেহেরিয়া-প্রিন্ট পাগড়ি পরেছিলেন, সাদা কুর্তা, পায়জামা এবং নীল জ্যাকেটের সঙ্গে । ২০২৩ সালে, তিনি একটি রাজস্থানী বাঁধানি-প্রিন্ট পাগড়ি পরেছিলেন।প্রধানমন্ত্রী মোদী ২০২২ সালে ত্রিবর্ণ-থিমযুক্ত একটি পাগড়ি এবং ২০২১ সালে লাল প্যাটার্নযুক্ত একটি গেরুয়া পাগড়ি এবং একটি লম্বা গোলাপি ট্রেইল পরেছিলেন । তিনি একটি ঐতিহ্যবাহী কুর্তা একটি নীল জ্যাকেট এবং একটি স্টোল দিয়ে তাঁর চেহারা আরও উন্নত করেছিলেন।এর আগে ২০২০ সালে, প্রধানমন্ত্রী জাফরান এবং ক্রিম রঙের একটি মনোমুগ্ধকর পাগড়ি পরেছিলেন ।এই ভাবে প্রতি বছর স্বাধীনতা দিবসের দিন ভিন্ন ভিন্ন ধরনের পোশাকের মাধ্যমে দেশপ্রেমকে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী।