লোভনীয় বেতনের চাকরির টোপ দিয়ে ভারতীয়দের নিয়ে যাওয়া হয় রাশিয়ায়। তারপরে বাধ্য করা হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে লড়াইয়ে নামতে। গত কয়েক মাসে এমনই নানা অভিযোগ উঠেছে। এবার বিষয়টি স্বীকার করে নিয়ে ভারতীয়দেড় সতর্ক করল বিদেশ মন্ত্রক। (আরও পড়ুন: হোটেলে আগুন প্রতিবাদীদের, নেপালে হিংসার বলি ভারতীয় মহিলা, কাতর আর্তি স্বামীর)
রাশিয়ার সামরিক বাহিনীতে ভারতীয়দের নিয়োগ করা হচ্ছে, এমন তথ্য বারবার প্রকাশ্যে এসেছে।২০২৪ সালের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রক একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘সম্প্রতি ভারতীয় নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগ করার রিপোর্ট আমরা পেয়েছি। সরকারের পক্ষ থেকে গত এক বছরে বারবার বিভিন্ন ঘটনায় এ ধরনের কাজের বিপদ ও ঝুঁকি উল্লেখ করা হয়েছে ও ভারতীয়দের সাবধান করা হয়েছে।’ বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা নয়া দিল্লি এবং মস্কোয় রাশিয়ান কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরেছে।এবং এই বিষয়টি বন্ধ করার এবং ভারতীয় নাগরিকদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। বিদেশ মন্ত্রকের কথায়, 'আমরা ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করছি।'
আরও খবর-'নেপালের তরুণদের পাশে আছি!' Gen-Z আন্দোলনকে সমর্থন প্রখ্যাত পোশাকশিল্পীর
রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের যে কোন প্রস্তাব এড়িয়ে চলার জন্য ভারতীয়দের পরামর্শ দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা আবারও সকল ভারতীয় নাগরিককে রাশিয়ান সেনাবাহিনীতে যোগদানের যে কোন প্রস্তাব থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাচ্ছি কারণ এটি একটি বিপদজনক পথ।' দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পূর্ব ইউক্রেনের ডনেৎস্ক অঞ্চলে দুই ভারতীয় ব্যক্তি দাবি করেছেন, তাদের নির্মাণ কাজের প্রলোভন দেখিয়ে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে তাদের ফ্রন্টলাইনে মোতায়েন করা হয়। ২০২৪ সালের নভেম্বরে রাশিয়া কর্তৃক অধিকৃত শহর সেলিডোভ থেকে ফোনে কথা বলার সময়, তারা বলেছিলেন যে কমপক্ষে আরও ১৩ জন ভারতীয় একই রকম অবস্থায় রয়েছেন। জানা গেছে, ওই দুই ভারতীয় স্টুডেন্ট বা ভিসিটর ভিসায় রাশিয়ায় গিয়েছিলেন। তাদের অভিযোগ, একজন এজেন্ট তাদের নির্মাণ ক্ষেত্রে কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।কিন্তু তিনি তাদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছিলেন।
আরও খবর-'নেপালের তরুণদের পাশে আছি!' Gen-Z আন্দোলনকে সমর্থন প্রখ্যাত পোশাকশিল্পীর
উল্লেখ্য, ২০২৪ সালের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে। জানা যায়, রুশ সেনার সহযোগী হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়েছে প্রায় শতাধিক ভারতীয়কে। শুধু ভারতই নয়, ইউক্রেনের সঙ্গে সংঘাতের আবহে নেপাল-সহ অন্যান্য দেশেরও বহু নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ।