বিক্ষুব্ধ ছাত্র-যুব আন্দোলনে অগ্নিগর্ভ নেপাল। প্রধানমন্ত্রীর নির্দেশের বিরোধিতা করে সোমবার সকাল থেকে রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন শহরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন তরুণ প্রজন্ম। যাদের মধ্যে, স্কুল কলেজের ছাত্র-ছাত্ররাও রয়েছেন। নেপাল পার্লামেন্টে ঢুকে ভাঙচুর করা হয়েছে। রণক্ষেত্র নেপালে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গুরুতর জখম হয়েছেন ৫০০ জন। তবে তরুণ প্রজন্মকে সমর্থন জানাচ্ছেন নেপালি তারকারা।
দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারের বিধিনিষেধের বিরুদ্ধে তরুণদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন নেপালি বংশোদ্ভূত আমেরিকান পোশাকশিল্পী প্রবাল গুরুং। দেশে না থাকলেও ইনস্টাগ্রাম স্টোরিতে প্রবাল গুরুং লেখেন, 'যারা প্রাণ হারিয়েছেন তাদের শোক এবং নতুন ভবিষ্যতের প্রত্যাশায়, আমরা নেপালের তরুণদের পাশে আছি। অনেক আহত হয়েছেন। হিংসা অবিলম্বে বন্ধ করতে হবে। একটি জাতির শক্তি কখনই তার নিজস্ব তরুণদের উপর বল প্রয়োগের মাধ্যমে পরিমাপ করা হয় না, বরং তারা কীভাবে তরুণদের কণ্ঠস্বর শোনে তার উপর পরিমাপ করা হয়।' নেপালের যুবসমাজের উদ্দেশ্যে তিনি বলেন, 'তোমরা আগামী দিনের আলো। তোমাদের সাহসই দেশের শক্তি। তোমাদের কণ্ঠস্বরই হল সেই আশা যার সাহায্যে নেপাল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং বিশ্ব অনুপ্রাণিত হবে।'
অভিনেতা মদনকৃষ্ণ শ্রেষ্ঠ ও হরিবংশ আচার্য ফেসবুকে প্রকাশ্যে বিক্ষোভকারীদের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন। তারা তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের পক্ষে দাঁড়িয়েছেন।গায়ক ও অভিনেতা প্রকাশ সাপুত দুই ভাই সুনীল ও শচীনকে বিক্ষোভে যোগ দিতে উৎসাহ দিয়েছেন। অভিনেত্রী বর্ষা রাউত কাঠমান্ডুর বাইরে থাকলেও টিকটকের মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন। তিনি বিক্ষোভে অংশ নিতে অন্যদের উৎসাহিত করেছেন। অভিনেতা আনমল কে সি, প্রদীপ খদকা, ভোলারাজ সাপকোটা, বর্ষা শিবাকোটি এবং সংগীতশিল্পী এলিনা চৌহান, রচনা রিমাল ও সমীক্ষা অধিকারীও আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সরকারি বিধিনিষেধের বিরোধিতা করে এই আন্দোলন শুরু করেছে জেন জি তরুণ প্রজন্ম। গত ৪ সেপ্টেম্বর একটি বিবৃতি জারি করে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম-সহ মোট ২৬ টি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিষিদ্ধ করে দেয় সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আর এতেই তীব্র অসন্তুষ্ট গোটা দেশ। কেননা সোশ্যাল মিডিয়া থেকে বিচ্ছিন্ন হওয়ার অর্থাৎ গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হওয়া। সেটাই অসন্তোষ প্রকাশ করেছেন জেন জি। তাদের সমর্থন জানিয়েছেন নেপালি তারকারা।