বাংলা নিউজ > ঘরে বাইরে > Mamata Banerjee on Opposition meeting: 'আমাদের বিরোধী বলবেন না, আমরা দেশপ্রেমিক' পাটনায় জোটের বৈঠক,মমতার নিশানায় রাজভবনও
পরবর্তী খবর
Mamata Banerjee on Opposition meeting: 'আমাদের বিরোধী বলবেন না, আমরা দেশপ্রেমিক' পাটনায় জোটের বৈঠক,মমতার নিশানায় রাজভবনও
1 মিনিটে পড়ুন Updated: 23 Jun 2023, 05:13 PM ISTSatyen Pal
Mamata Banerjee on Opposition meeting, জোটের বৈঠক। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে রাজভবনকেও নিশানা করলেন তিনি।
বিরোধী জোটের মিটিংয়ে স্বাগত জানানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে(PTI Photo)
পাটনায় বিরোধী জোটের মিটিং। সেই মিটিংয়ের দিকে গোটা দেশের নজর। সবথেকে বড় কথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন বিষয়ের উপর আলোকপাত করলেন তা নিয়ে নজর রাখছিল গেরুয়া শিবিরও। আর সূত্রের খবর, বাংলার তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিলেন আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা একসঙ্গে লড়াই করব। আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশপ্রেমিক। বিজেপি একনায়কতন্ত্র চালাচ্ছে। এরপর কার্যত বাংলার প্রসঙ্গ তুলে আনেন মমতা। তিনি বলেন, রাজভবন থেকে বিকল্প সরকার চালানো হচ্ছে।
মমতা বলেন, আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশপ্রেমিক। যদি মণিপুর জ্বলে আমরা কষ্ট পাই। বিজেপির অত্যাচারের বিরুদ্ধে লড়াই হবে।
সেই সঙ্গেই কার্যত বিরোধী জোটের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি জানিয়েছেন, অত্য়ন্ত ভালোভাবে মিটিং হয়েছে। দীর্ঘদিন পরে লালুজী এসেছিলেন। আমাদের অনুরোধে নীতীশজি মিটিং ডেকেছিলেন। পটনা থেকে যে মিটিংয়ের সূচনা হল সেটা জনআন্দোলন।
মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মুখ্যমন্ত্রী। বাংলার তৃণমূল নেত্রী। বাম জমানায় অগ্নিকন্যা বলে পরিচিত ছিলেন। জাতীয় রাজনীতিতেও বিজেপি বিরোধী শক্তির অন্যতম মুখ তিনি। সেই বিজেপি বিরোধী জোটকে এগিয়ে নিয়ে যেতে কার্যত মরিয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে তিনি পটনায় বিরোধী জোটের মিটিংয়ে অংশ নেন।