Patna Opposition Meet Highlights: প্রথম রাউন্ডে ‘পাস’ করেছেন বিরোধীরা। ‘নক-আউট’ পর্যায়ে কি টিকতে পারবেন? উত্তরটা মিলবে কয়েকদিন পরেই। আজ পাটনায় বিরোদীরে
বিরোধী ঐক্যের বৈঠকের পরই কংগ্রেসকে সরাসরি আক্রমণ আপের
কংগ্রেসের সঙ্গে আম আদমি পার্টির সংঘাত বাড়ল? পাটনায় বিরোধীদের বৈঠকের পর আপের তরফে একটি বিবৃতিতে ডনানো হয়েছে, আজ বিরোধী বৈঠকে যোগ দেওয়া যে দলগুলির রাজ্যসভার সাংসদ আছে, কংগ্রেস ছাড়া বাকি ১১টি দল কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে স্বর চড়িয়েছে। ওই দলগুলি জানিয়েছে যে রাজ্যসভায় ওই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। কিন্তু প্রায় প্রতিটি বিষয় নিয়ে মুখ খোলা জাতীয় দল কংগ্রেস এক্ষেত্রে মুখে কুলুপ আটকানোয় হাত শিবিরের অভিপ্রায় নিয়ে সন্দেহ থেকে যাচ্ছে।
'আমাদের রক্ত যায়, যাক- দেশের জন্য লড়ব আমরা', হুংকার মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়: আমরা তিনটি বিষয়ের উপর জোর দিয়েছি। প্রথমত, ইউ আর ইউনাইটেড (আমরা ঐক্যবদ্ধ আছি)। দ্বিতীয়ত, আমরা একসঙ্গে লড়াই করব। তৃতীয়ত, আমাদের বিরোধী বলবেন না। আমরাও দেশের নাগরিক। আমরাও দেশপ্রেমী। আমাদের রক্ত যায়, যাক। আমরা দেশের জন্য লড়াই করব।
পাটনা থেকে অনেক জন-আন্দোলনের সূচনা, তাই এবার পাটনায় বৈঠক: মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়: ১৭টি দলের বৈঠক হয়েছে। রাহুলজি এসেছে, খাড়গেজি এসেছে, কেজরিওয়াল ভাই এসেছে। নীতীশজি'কে পাটনায় বৈঠক করার কথা বলেছিলাম, কারণ পাটনায় অনেক জন-আন্দোলনের সূচনা হয়েছে। আগে দিল্লিতে অনেক বৈঠক হয়েছে। তাতে কোনও ফল হয়নি। এবার তাই পাটনায় বৈঠক হয়েছে।
Opposition Meeting in Patna: শিমলায় পরবর্তী বৈঠক হবে, জানালেন খাড়গে
নীতীশ কুমার জানিয়েছেন, আগামী মাসে বিরোধীদের একটি বৈঠক হবে। সেটা কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে হবে। খাড়গে জানিয়েছেন যে ১০ জুলাই বা ১২ জুলাই হিমাচল প্রদেশের শিমলায় সেই বৈঠক হবে।
'লোকসভা ভোটে একসঙ্গে লড়বে বিরোধীরা', দাবি নীতীশের
বিরোধী বৈঠকের পর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন, 'সবাই একসঙ্গে লড়াই করার বিষয়ে আজ সম্মতি পোষণ করেছে। এরপর আরও একটি বৈঠক হবে। সেই বৈঠকেই নির্ধারিত হবে যে কোন দল কোথায় লড়াই করবে। আমরা দেশের স্বার্থে কাজ করব।'
আবারও বৈঠক হবে বিরোধীদের, শিমলায় যেতে পারেন মমতারা
আবারও বিরোধীরা বৈঠকে বসবেন। এবারের মতো একদিনের বৈঠক হবে না। দু'দিনের বৈঠক হতে পারে। হিমাচল প্রদেশের শিমলায় হতে পারে সেই বৈঠক।
বিরোধীদের বৈঠক নিয়ে আক্রমণ ওয়াইসির
বিরোধীদের বৈঠক নিয়ে আক্রমণ শানালেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। তিনি বলেন, 'যে রাজনৈতিক নেতারা ওখানে জড়ো হয়েছেন, তাঁদের ট্র্যাক রেকর্ড কী?'
Opposition Meeting in Patna: বিরোধী বৈঠকে লালুর পাশে মমতা
বিরোধী বৈঠকে পাশাপাশি বসেছেন নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদব। নীতীশের ডানদিকে বসেছেন কংগ্রেস সভাপতি মল্লিকর্জুন খাড়গে এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। লালুর বাঁদিকে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শরদ পাওয়ার এবং অরবিন্দ কেজরিওয়াল।
Patna Opposition Meet: ‘বর তৈরি আছে’, বিজেপিকে পালটা কংগ্রেসের
'বর তৈরি আছে', বিরোধীদের বৈঠক নিয়ে বিজেপি যে খোঁচা দিয়েছিল, তার পালটা দিলেন কংগ্রেসের নেতা প্রমোদ তিওয়ারি। তিনি বলেন, 'রবিশংকরজি'কে বরের বিষয়ে চিন্তা করতে হবে না। আমাদের বর তৈরি আছে। আমি তাদের স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছি।'
Opposition Meeting in Patna: 'যে নেতাদের ইন্দিরা গান্ধী জেলে পাঠিয়েছিলেন, তাঁরাই রাহুলের হাত ধরছেন'
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বলেন, 'আজ রাজনীতিতে উদ্ভট ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে যে নেতারা জেলে গিয়েছিলেন, তাঁরা আজ (ইন্দিরা গান্ধীর) নাতির সঙ্গে হাত মেলচ্ছেন। আমি দেখলাম যে বিরোধীদের বৈঠকে যোগ দিতে পাটনায় পৌঁছে গিয়েছেন উদ্ধব ঠাকরে। তাঁর বাবা তথা হিন্দু হৃদয় সম্রাট বালাসাহেব ঠাকরে কংগ্রেসের বিরোধিতা করেছেন। বালসাহেব বলেছেন যে কংগ্রেসে যোগ দেওয়ার পরিবর্তনে উনি দোকান (রাজনৈতিক দল শিবসেনা) বন্ধ করে নেবেন।'
Patna Opposition Meet: বিরোধী 'ঐক্যের' বৈঠকের মধ্যেই ঝামেলা কংগ্রেস ও আপের
বিজেপি-বিরোধী বৈঠক শুরুর মধ্যে 'লড়াই' কংগ্রেস ও আপের। শুক্রবার পাটনায় কংগ্রেসের সভাপতি মল্লির্কাজুন খাড়গে বলেন, 'আমরা সবাই একত্রিতভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাই। বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করে দেওয়াই আমাদের লক্ষ্য। (কেন্দ্রের অর্ডিন্যান্সে বিরুদ্ধে দিল্লির আপ সরকারকে) সাহায্য করা হবে কিনা, তা নিয়ে সংসদের অধিবেশনের আগে সিদ্ধান্ত নেব আমরা।' পালটা আপের মুখপাত্র প্রিয়াঙ্কা কাক্কার বলেন, 'আমরা জানতে পেরেছি যে রাহুল গান্ধী এবং বিজেপি চুক্তি করেছে। এই অসাংবিধানিক অর্ডিন্যান্সের বিরুদ্ধে কংগ্রেসের নিজের অবস্থান স্পষ্ট করা উচিত। সেটা করতে ওদের কেন অত সময় লাগছে?'
Opposition Meeting in Patna: 'পাটনায় ফোটোসেশন চলছে', মমতাদের বৈঠক নিয়ে কটাক্ষ শাহের
জম্মুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 'আজ পাটনায় ফোটোসেশন চলছে। ওরা (বিরোধী দলগুলি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এনডিএকে সরকার থেকে সরিয়ে দিতে চাইছে। আমি ওদের বলে দিতে চাই যে ৩০০-র বেশি আসন নিয়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পর সরকার গঠন করবেন নরেন্দ্র মোদী।'
Patna Opposition Meet LIVE: মমতাকে খোঁচা দিলীপের
নরেন্দ্র মোদী সরকারের ঘুঁটি সাজানো হবে কীভাবে? তা নিয়ে এখনও বৈঠক চলছে। তারইমধ্যে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের খোঁচা, জাতীয় রাজনীতিতে কেউ গুরুত্ব দেয় না তৃণমূলকে। গতবারের থেকে আরও আসন কমবে তৃণমূলের।
Opposition Meeting in Patna LIVE: মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা বিরোধী বৈঠকে
এক বিরোধী নেতা বলেছেন, 'মূল্যবৃদ্ধি, কর্মসংস্থান, রাজ্যের কাজে হস্তক্ষেপ, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানুষের বিভিন্ন ইস্যু নিয়ে শুক্রবার বিরোধীদের বৈঠকে মূলত আলোচনা হতে পারে।'
Patna Opposition Meet LIVE: বিরোধীদের বৈঠকে মমতা কী বলতে পারেন?
সূত্রের খবর, আমজনতার দৈনন্দিন জীবনে যে বিষয়গুলি প্রভাব ফেলছে, সেগুলির উপর জোর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি, বেকারত্বের মতো বিষয় তাঁর ভাষণে উঠে আসতে পারে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামো 'গুঁড়িয়ে দেওয়া', রাজ্যের বরাদ্দ অর্থ 'আটকে রাখার' মতো বিষয় তুলে ধরতে পারেন মমতা।
Opposition Meeting in Patna LIVE: বিরোধীদের বৈঠকে কংগ্রেস কী বলতে পারে?
কংগ্রেস সূত্রে খবর, রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা' নিয়ে কথা বলতে পারে কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লির্কাজুন খাড়গে বলতে পারেন যে আগামী বছর লোকসভা ভোটের আগে মূল্যবৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধি, জ্বালানির দাম বৃদ্ধির মতো বিষয়গুলি উপর বিরোধীদের গুরুত্ব দেওয়া উচিত। কর্ণাটক বিধানসভা নির্বাচনে 'গো ফর লোকাল' তত্ত্বেই সাফল্য পেয়েছে কংগ্রেস। সেই কৌশলই আগমী বছর লোকসভা নির্বাচনের জন্য নেওয়া হতে পারে। বিশেষত নরেন্দ্র মোদীর ভাবমূর্তির সঙ্গে লড়াইয়ের জন্য প্রধানমন্ত্রীর 'লোকাল' তত্ত্বেই আস্থা রাখার বার্তা দিতে পারে কংগ্রেস।
Opposition Meeting LIVE: একইমঞ্চে কংগ্রেস, তৃণমূল, CPIM- খোঁচা BJP-র
পাটনায় বিরোধীদের বৈঠকে একমঞ্চে এসেছে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস। তা নিয়ে তোপ বিজেপির। গেরুয়া শিবিরের নেতা তরুণজ্যোতি তিওয়ারি বলেছেন, ‘আজকে বিহারের পাটনায় তৃণমূল, বামফ্রন্ট এবং কংগ্রেস-সহ একাধিক দলের বৈঠক। এরা নাকি একসাথে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। অন্যদিকে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট এবং কংগ্রেস সাধারণ মানুষকে বোঝাতে চাইছে যে তারা নাকি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে। পশ্চিমবঙ্গের মানুষ কি এতটাই বোকা?’
Patna Opposition Meet LIVE: কংগ্রেসের ডিএনএতে বিহার আছে, বার্তা রাহুলের
বিরোধীদের বৈঠকের আগে বিহারের প্রদেশ কংগ্রেস কমিটির সদর দফতরে রাহুল গান্ধী দাবি করেন, কংগ্রেসের ডিএনএতে বিহার আছে। তাঁর কথায়, 'সব বিরোধী দল এক জায়গায় এসেছে। আমরা বিজেপিকে হারাতে এসেছি। কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় আপনারা দেখেছেন। বিজেপি নেতারা বলছিলেন যে তাঁরা কর্ণাটকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবেন।'
Opposition Meeting in Patna LIVE: বিরোধীদের বৈঠকে হাজির ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীও
বিরোধীদের বৈঠকে যোগ দিতে পাটনায় এসেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী একেবারে শেষমুহূর্তে এসেছেন। মমতা বন্দ্যোপাধ্যা, রাহুল গান্ধীদের সঙ্গে তিনি বৈঠকে যোগ দিয়েছেন।
Patna Opposition Meet LIVE: পাটনায় শুরু বিরোধীদের বৈঠক
শুরু হল বিরোধীদের বৈঠক। বিহারের রাজধানী পাটনায় সেই বৈঠক হচ্ছে। ১৫টির বেশি বিরোধী দল বৈঠকে আছে। বৈঠকে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী, উদ্ধব ঠাকরে, অখিলেশ যাদবরা।
Opposition Meeting in Patna LIVE: 'কংগ্রেস স্বীকার করল যে একা-একা মোদীকে হারানোর মুরোদ নেই'
বিরোধীদের বৈঠক নিয়ে খোঁচা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি বলেন, ‘এটা অত্যন্ত হাস্যকর যে আজ কংগ্রেসের নেতৃত্বে এমন কয়েকটি দল একত্রিত হচ্ছে, যে দলগুলি জরুরি অবস্থার সময় গণতন্ত্রের হত্যার ঘটনা সমনে থেকে দেখেছিল। এমন দলগুলি একজোট হচ্ছে যে দলগুলি দেশকে বলে দিচ্ছে যে মোদীজির সামনে ওরা একা টিকতে পারবে না। এটা হাস্যকর। আমি জনসমক্ষে কংগ্রেসকে ধন্যবাদ জানাতে চাই, কারণ কংগ্রেস সকলের সামনে ঘোষণা দিল যে মোদীজিকে একা হারাতে পারবে কংগ্রেস। অন্যদের সাহায্য লাগবে কংগ্রেসের।’
Opposition Meeting LIVE: পাটনা সার্কিট হাউস থেকে বেরোলেন মমতা
বিরোধীদের বৈঠকে যোগ দিতে পাটনার সার্কিট হাউস থেকে বেরিয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যিনি ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও বিরোধীদের জোটবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন। তবে সেই চেষ্টা সফল হয়নি। মুখ থুবড়ে পড়েছিল।
Opposition Meeting in Patna LIVE: ‘বরটা কে?’ মমতাদের বৈঠক নিয়ে তুমুল খোঁচা BJP-র
বিরোধীদের বৈঠক নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। সাংসদ রবিশংকর প্রসাদ বলেন, '২০২৪ সালের জন্য পাটনায় বিয়ের শোভাযাত্রা প্রস্তু করছেন। কিন্তু বিয়েতে তো বরও থাকে। সেই বর (প্রধানমন্ত্রীর পদপ্রার্থী) কে? প্রত্যেকেই নিজেদের বর বলছেন।'
Opposition Meeting LIVE: কী কারণে বিহারে বিরোধীদের বৈঠক হচ্ছে?
লোকসভা ভোটে কি বিরোধীরা হাত মিলিয়ে লড়াই করবে? সেই লক্ষ্যে আজ বিহারের রাজধানী পাটনায় বৈঠকে বসলেন বিরোধী দলের নেতারা। আগামী বছর লোকসভা নির্বাচনে কী কৌশল হবে, বিজেপিকে কীভাবে হারানো যাবে, তা নিয়ে আলোচনা হবে। যে বৈঠকের ডাক দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
Opposition Meeting in Patna LIVE: বিরোধীদের বৈঠকে আকর্ষণ লালু?
বিরোধীদের বৈঠকের জন্য অনেক নেতানেত্রীই লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করেছেন। বৃহস্পতিবার লালুর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ লালুর বাসভবনে এলেন শরদ পাওয়ার। সেখানে দুই বর্ষীয়ান রাজনীতিবিদের সাক্ষাৎ হয়েছে।
Opposition Meeting LIVE: কোন বিরোধী নেতারা বৈঠকে থাকছেন না?
ওড়িশার মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের (বিজেডি) সুপ্রিমো নবীন পট্টনায়েক এবং তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বৈঠকে হাজির থাকছেন না। বসপা সুপ্রিমো মায়াবতীকে আবার বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। নীতীশ কুমারের দল জেডিইউয়ের মুখ্য মুখপাত্র কেসি ত্যাগী বলেছেন, 'যে দলগুলি ২০২৪ সালে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইছে, সেই দলগুলিকে আমন্ত্রণ জানিয়েছি আমরা।'
Opposition Meeting in Patna LIVE: পাটনায় ইতিমধ্যে কারা কারা পৌঁছে গিয়েছেন?
বিহারের পাটনায় বিরোধীদের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই তিনি পাটনায় এসেছেন। পাটনায় এসে গিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এসেছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার, সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। পাটনায় এসে গিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব।
Opposition Meeting LIVE: ‘বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না’, আত্মবিশ্বাসী রাহুল
পাটনায় রাহুল গান্ধী বলেন, 'আমরা তেলাঙ্গানা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে জিতব। বিজেপিকে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা জিতব, কারণ আমরা গরিবদের পাশে আছি। কিন্তু বিজেপি শুধু দু'তিনজনকে সুবিধা করে দেয়।'
Opposition Meeting in Patna LIVE: পাটনায় পৌঁছালেন আপ সাংসদ
বিরোধীদের বৈঠকে যোগ দিতে বিহারের পাটনায় পৌঁছে গিয়েছেন আম আদমি পার্টির (আপ) সাংসদ রাঘব চাড্ডা। যে বৈঠকে ১৫টির বেশি বিরোধী দল যোগ দিতে পারে।
Opposition Meeting LIVE: ‘ভালোবাসা দিয়ে BJP-কে হারাবে বিরোধীরা’, পাটনায় বার্তা রাহুলের
কংগ্রেস সাংসদ বলেন, 'ঘৃণা ও হিংসা ছড়াতে এবং দেশকে টুকরো-টুকরো করতে লাগাতার কাজ করে যাচ্ছে বিজেপি। আমরা ভালোবাসা এবং ঐক্য ছড়ানোর জন্য করে যাচ্ছি। বিরোধী দলগুলি আজ একসঙ্গে এসেছে এবং আমরা বিজেপিকে হারাব।'
Opposition Meeting in Patna LIVE: 'বিহারে জিততে পারলে পুরো দেশে জেতা যাবে', পাটনায় বার্তা কংগ্রেস সভাপতির
পাটনায় কংগ্রেসের সমর্থকদের উদ্দেশ্যে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, 'আমরা যদি বিহারে জিততে পারি, তাহলে দেশের বিভিন্ন প্রান্তে জিতব আমরা।'