ব্যাটলফিল্ড ট্যুরিজম অর্থাৎ যুদ্ধাঙ্গন ভ্রমণ। ভ্রমণপ্রেমীরা এমনিতে অফবিট ডেস্টিনেশন, থিম ট্যুর, রিট্রিট ট্যুরের মতো একাধিক ভ্রমণে অভ্যস্ত। তাদের জন্য এবার নয়া ধাঁচের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আসতে চলেছে সিকিম সরকার। সিকিম সরকারের এক উচ্চপদস্থ আধিকারিকের কথায় পর্যটকদের জন্য চো লা অঞ্চলটি উন্মুক্ত করে দেওয়া হবে। ভারত সরকারের রণভূমি বা যুদ্ধাঙ্গন পর্যটন উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডোকলাম নিকটস্থ এলাকা…
এনডিটিভি রিপোর্ট মোতাবেক সিকিমের অতিরিক্ত মুখ্যসচিব সিএস রাও জানিয়েছেন, অঞ্চলটি ডোকলামের নিকটবর্তী। ২০১৭ সালে এখানেই ভারত, ভুটান ও চিনের মধ্যে ত্রিপাক্ষিক উত্তেজনা তৈরি হয়েছিল। ইতিমধ্যেই সিকিম সরকার এই উদ্যোগ রূপায়ণে কাজ শুরু করে দিয়েছে। বিভিন্ন পরিকাঠামো সাজানো হচ্ছে তৈরি করা হচ্ছে এই অঞ্চলে।
‘সারা দেশ জুড়ে ৩০টি স্থানে…’
মুখ্যসচিবের কথায়, ‘ব্যাটলফিল্ড ট্যুরিজমের আওতায় সারা দেশ জুড়ে কমবেশি ৩০টি স্থানকে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে অ্যতম হল চো লা। আর্মিদের সঙ্গে হাত মিলিয়ে এই অঞ্চলটির পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন - কাঁঠাল-লিচুর বীজ দিয়ে পরিবেশবান্ধব ব্যাগ! বাঙালি গবেষকের আবিষ্কার তাজা রাখবে ফলও
লাগবে স্পেশাল পারমিট
প্রসঙ্গত, সিকিমের নাথু লা পর্যটকদের কাছে ইতিমধ্যে বেশ জনপ্রিয়। এর পাশাপাশি চো লা-ও আরেক আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট হয়ে উঠতে চলেছে। তবে এখানে যাওয়ার জন্য আগে থেকে বিশেষ পারমিট নিতে হবে। মুখ্যসচিব রাও জানিয়েছেন, ‘ডোকলাম জংশন যাওয়ার আগে পর্যটকদের সেই পারমিট দেওয়া হবে।’
আরও পড়ুন - মিথুন রাশিতে ১ মাস থাকবেন শুক্র গ্রহ! সুখের ফোয়ারা দেখা দেবে এই রাশিগুলির কপালে
কতজন যেতে পারবেন রোজ?
সূত্রের খবর অনুযায়ী, সেনাবাহিনী এবং বিদেশ মন্ত্রকের সঙ্গে এই নিয়ে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে। ভুটান সরকারকে এই পরিকল্পনা সম্পর্কে অবগত করা হয়েছে। সূত্রের আরও খবর, সেনাবাহিনী এবং রাজ্য সরকার সেপ্টেম্বরের শেষের দিকে এই উদ্যোগ শুরু করার চেষ্টা করছে। প্রথম দিকে কিছু মাস, প্রতিদিন মাত্র ৩০টি গাড়ি যাতায়াতের অনুমতি দেওয়া হবে। রাস্তার অবস্থা এবং সেনাবাহিনীর ছাড়পত্র বিবেচনা করে পরে রোজ ৫০টি গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হবে।