টিকার জন্যই সংক্রামক রোগ থেকে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব হয়েছে। তা সত্ত্বেও, টিকা নিয়ে মানুষের মধ্যে নানা ভুল ধারণা রয়েছে। এইচপিভির মতো ক্যানসারের ঝুঁকিও টিকা নিলে অনেকটাই কমে যায়। কিন্তু অধিকাংশ মানুষই সেই সম্পর্কে সঠিকভাবে অবগত নন। অগস্ট মাসে পালন করা হচ্ছে ন্যাশনাল ইমিউনাইজেশন মান্থ। সেই উপলক্ষেই টিকার গুরুত্ব ও উপকারিতা তুলে ধরলেন ফর্টিস হাসপাতালের চিকিৎসক জয়দীপ ঘোষ।
মানুষের মধ্যে যেসব ভুল ধারণা ব্যাপক আকারে
টিকার জন্যই রোগটি হয় - একটি সাধারণ ভুল ধারণা হল, যে রোগের টিকা, সেই রোগটি টিকার কারণে হতে পারে। কোভিডের সময় অনেকেই তাই টিকা নেননি। কিন্তু বাস্তবে, বেশিরভাগ টিকায় একটি ভাইরাস বা ব্যাকটেরিয়ার দুর্বল বা নিষ্ক্রিয় অংশ থাকে। এগুলো রোগ সৃষ্টি করতে পারে না। এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাকে আপডেট করে যাতে ভবিষ্যতে কোনও সংক্রমণ এলে শরীর নিজেই তা সারিয়ে ফেলতে পারে।
আরও পড়ুন - Women Health: মেদ নয়, কোমর-নিতম্বের অনুপাতই মহিলাদের অধিকাংশ রোগের কারণ! কী পরামর্শ চিকিৎসকের?
টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ - পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগও দ্বিধা বাড়িয়ে দেয়। কিন্তু টিকা নিলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া খুব বিরল। হাম, ডিপথেরিয়া বা কোভিড-১৯-এর মতো রোগেও গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার হার একেবারে কম। সামান্য জ্বর দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে।
আরও পড়ুন - ভারতসেরা আর্কিটেক্টের প্রদর্শনী এবার কলকাতায়! স্মরণে প্রবাদপ্রতিম বালকৃষ্ণ দোশীও
ভুয়ো তথ্যের রমরমা - টিকা নিয়ে ভুয়ো তথ্যের রমরমা মানুষকে আরও টিকাবিমুখ করে তোলে। সামাজিক মাধ্যম এবং লোকমুখে এই ভুল তথ্য প্রায়ই ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রে তার কোনও প্রমাণও থাকে না। কেউ কেউ মনে করেন যে টিকা দ্রুত তৈরি করা হয়েছে বা যথেষ্ট পরীক্ষা করা হয়নি। কিন্তু আসলে, সমস্ত টিকাকে কঠোর ক্লিনিকাল ট্রায়াল এবং অনুমোদনের পরেও ক্রমাগত পর্যবেক্ষণের মধ্যে থাকে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা কথার ভিত্তিতে কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে কোনও প্রশ্ন, যে কোনও সমস্যার সমাধানের জন্য চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।