২০ কোটি বছরের পুরনো জীবাশ্ম! রাজস্থানে মরুভূমির গর্ভে এবার পাওয়া গেল ডাইনোসরের জীবাশ্ম। গত সপ্তাহে রাজস্থানের জয়সলমীরের কাছে উদ্ধার করা হয়েছে এই জীবাশ্ম। পরীক্ষা নিরীক্ষার পর জানা গিয়েছে, জীবাশ্মটি ফাইটোসর জাতীয় প্রাণীর। বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর মাটিতে প্রাগৈতিহাসিক যুগে এই ধরনের প্রাণীর রাজত্ব ছিল। প্রসঙ্গত, ভারতে উদ্ধার হওয়া এই প্রথম পাওয়া গেল প্রাগৈতিহাসিক যুগের কোনও জীবাশ্ম। কিন্তু কারা এই ‘ফাইটোসর’ জাতীয় প্রাণী?
জুরাসিক যুগের প্রাণী
সেই উত্তরও দিয়েছেন গবেষকরা। তাঁদের কথায়, বিশালদেহী ডায়নোসরদের ফাইটোসর বলা হয়। জুরাসিক যুগে এদের অস্তিত্ব ছিল বলে মনে করা হয়। জয়সলমীর থেকে ৪৫ কিলোমিটার দূরে মেঘা গ্রামে একটি প্রত্নতাত্ত্বিক খননের পর পাওয়া যায় এই জীবাশ্ম। গবেষকদের কথায়, উদ্ধার হওয়া জীবাশ্ম দুই মিটার দীর্ঘ।
আরও পড়ুন - লক্ষ লক্ষ মানুষের ভিড় প্রতি বছর! লালবাগচা রাজা গণেশ কেন এত জনপ্রিয় জানেন?
ডাইনোসরের প্রজাতিরই এক বিশেষ প্রাণী
স্থানীয় মানুষরাই মাটি খুঁড়তে গিয়ে খুঁজে পায় ফাইটোসরের দেহাবশেষ। পরে একটি ভূতাত্ত্বিক দল সেখানে পৌঁছায়। তারা জীবাশ্মটি পর্যবেক্ষণ করে ল্যাবরেটরিতে নিয়ে যায়। সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, এটি ডাইনোসরের প্রজাতিরই এক বিশেষ প্রাণী ফাইটোসর।
ফাইটোসর কিছুটা কুমিরের মতো দেখতে
যোধপুরের জয় নারায়ণ ব্যাস বিশ্ববিদ্যালয়ের প্রবীণ জীবাশ্মবিদ ভিএস পরিহারের মতে, উদ্ধার হওয়া জীবাশ্মটি ২০ কোটি বছরের পুরনো। তিনি এই দিন সংবাদমাধ্যমকে বলেন, ‘ফাইটোসর কিছুটা কুমিরের মতো দেখতে হয়। এই জীবাশ্মটি দেখে মনে হয় এটি মাঝারি আকারের ফাইটোসর ছিল। প্রাথমিকভাবে অনুমান, লক্ষ লক্ষ বছর আগে এখানে একটি নদীর ধারে বাস করত তারা। মাছ খেয়ে জীবনধারণ করত। ফাইটোসররা ২২৯ মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল। এটি জুরাসিক যুগের প্রাণীও হতে পারে।’
আরও পড়ুন - ‘গণপতি বাপ্পা মোরিয়া’-তে মোরিয়া শব্দের মানে জানেন? গায়ে কাঁটা দেবে রীতিমতো
২০২৩ সালে বিহার-মধ্যপ্রদেশ সীমান্তেও
প্রসঙ্গত, এর আগেও ভারতে ফাইটোসরের জীবাশ্ম পাওয়া গিয়েছিল। ২০২৩ সালে বিহার-মধ্যপ্রদেশ সীমান্তে একটি ফাইটোসর জীবাশ্ম পাওয়া যায়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, ভারতে প্রথম সুনির্দিষ্ট, সুসংরক্ষিত আবিষ্কার রাজস্থানের এই জীবাশ্মটি। সেই হিসেবে এটিই প্রথম।