পুনের 'নবকার আর্কিটেক্টস'-এর ডাইরেক্টর তথা প্রতিষ্ঠাতা গিরিশ দোশীর শিল্পকর্ম এবার প্রদর্শিত হবে কলকাতার কলাবাণীতে। তাঁর কাজের প্রধান বৈশিষ্ট্য ঐতিহ্যবাহী ভারতীয় স্থাপত্যের সঙ্গে আধুনিক নকশা এবং উপাদানের সমন্বয় ঘটানো। তিনি নিজে এই শৈলীকে "ট্র্যাডিশনালি কনটেম্পোরারি" বা "ঐতিহ্যগতভাবে সমসাময়িক" বলে অভিহিত করেন।
আরও পড়ুন - গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানান প্রিয়জনদের, কী লিখবেন মেসেজে? রইল সেরা ১০ বার্তা
বিখ্যাত স্থপতি বালকৃষ্ণ দোশীর অধীনে সাত বছর কাজ করেছেন গিরিশ দোশী। প্রসঙ্গত, স্থাপত্যে নোবেল-সমতুল্য প্রিটজকার পুরস্কার (Pritzker Prize) পান স্থপতি বালকৃষ্ণ দোশী। তাঁর অভিজ্ঞতা তাঁর নিজস্ব স্থাপত্য দর্শন গঠনে গভীর প্রভাব ফেলেছিল। কলকাতার এই প্রদর্শনীও আয়োজিত হচ্ছে বালকৃষ্ণ দোশীর স্মরণেই।
আরও পড়ুন - মরুভূমিতে চড়ে বেড়াত ডাইনোসর? এই প্রথম তাদের জীবাশ্ম উদ্ধার হল দেশে
প্রসঙ্গত, গিরিশ তাঁর কাজে আলো, প্রাকৃতিক উপাদান এবং বিশুদ্ধ জ্যামিতির ব্যবহারকে গুরুত্ব দেন বরাবর। তাঁর ঝুলিতে রয়েছে আইআইএ (IIA) আর্কিটেক্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ও জে.কে. সিমেন্ট অ্যাওয়ার্ড মতো বেশ কিছু পুরস্কার। ২৮ অগস্ট বিকেল সাড়ে চারটেয় কলাবাণীতে অনুষ্ঠিত হবে এই প্রদর্শনী, চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। আয়োজনে অম্বুজা নেওটিয়া গ্রুপ। প্রদর্শনীর সঞ্চালকের ভূমিকায় আরেক স্থপতি অবিন চৌধুরী।