টানা অনেক ক্ষণ হাঁটলে, দাঁড়িয়ে থাকলে বা জুতো পরে থাকলে কি আপনি পায়ের মাঝখানে ব্যথা অনুভব করেন? সকালের দিকে কি এই সমস্যা বেশি হয়? তাহলে আপনি হয়তো Midfoot arthritis-এ ভুগছেন।
কী হয় এই সমস্যায়? এতে পায়ের পাতার মাঝামাঝি অংশ ফুলে যেতে পারে। এই ধরনের বাত পায়ের মাঝের ছোট ছোট জয়েন্টগুলির ক্ষতি করতে পারে। সাধারণত বেশি বয়সেই এই সমস্যা দেখা দেয়। তবে আঘাত বা সংক্রমণের কারণে এই সমস্যা কম বয়সিদের মধ্যেও হতে পারে। এতে পায়ের পাতার আকৃতি বদলে যায়। (আরও পড়ুন: গাঁটে গাঁটে ব্যথা হচ্ছে? আয়ুর্বেদ বলে দিচ্ছে, চট করে মুক্তির উপায়)
যাঁরা এই রোগে আক্রান্ত হন, তাঁদের প্রাথমিক অবস্থায় জুতো পরতে অসুবিধা হয়। তার পরে সমস্যা বাড়তে থাকে। তরুণাস্থিগুলির উপর চাপ বাড়ে এবং সময়ের সঙ্গে সঙ্গে ব্যথাও বাড়তে থাকে। (আরও পড়ুন: আথ্রাইটিসের সমস্যায় ভুগছেন? খরমুজা রাখুন রোজের ডায়েটে, রয়েছে একাধিক রোগ-রোধক ক্ষমতা)
রোগীরা হাঁটার সময় পায়ের মাঝখানে ব্যথা অনুভব করেন। কিন্তু এই ব্যথা যত ক্ষণে মারাত্মক আকার নেয়, তত ক্ষণে সমস্যা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। সাধারণত, রোগীরা এর চিকিৎসা দেরিতে শুরু করেন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা শুরু করলে এবং অস্ত্রোপচার হলে এটি দ্রুত সারতে পারে। এমনই মত চিকিৎসকদের।