মহাষ্টমী মানেই মায়ের অঞ্জলি। এই দিন সকাল সকাল শুরু হয়ে যায় মণ্ডপে অঞ্জলি দেওয়ার তোড়জোড়। পাশাপাশি এই দিন পরিচিত-প্রিয়জনদের সঙ্গে আনন্দ করার মজাই আলাদা। তবে দিনটির শুরু যদি হয় শুভেচ্ছা দিয়ে, তাহলে সকলেরই মন ভালো হয়ে যায়। তাই মহাষ্টমীর শুভেচ্ছাবার্তা জানান পরিজনদের। কী লিখবেন ভাবছেন? এখানে রইল সেরা দশটি শুভেচ্ছাবার্তা।
মহাষ্টমীর সেরা ১০ শুভেচ্ছাবার্তা
১. শুভ মহাষ্টমী! মা দুর্গার কৃপা ও আশীর্বাদে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি, সমৃদ্ধি এবং ভালোবাসায়। পুজো কাটুক আনন্দময়।
২. এই মহাষ্টমীর পুণ্যলগ্নে মায়ের কাছে প্রার্থনা, আপনার জীবনের সমস্ত দুঃখ, কষ্ট ও বাধা-বিপত্তি দূর হোক। শুভ দুর্গা অষ্টমী!
৩. ঢাক, ধুনুচি আর অঞ্জলি— এই তিনের মিশ্রণে মহাষ্টমীর দিনটি হয়ে উঠুক আরও সুন্দর ও প্রাণবন্ত। শারদীয়ার শুভেচ্ছা রইল।
৪. মহাষ্টমী মানে সন্ধিপূজার আলো, যে আলো আপনার ও আপনার পরিবারের জীবনে নতুন আশা ও ইতিবাচকতা নিয়ে আসুক।
৫. দেবী মহাগৌরী আপনার সকল মনস্কামনা পূরণ করুন এবং আপনার পরিবারকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। শুভ অষ্টমী!
(আরও পড়ুন - মহাষষ্ঠী উপলক্ষে রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তা! প্রিয়জনদের লিখে পাঠালে খুশি হবেই
আরও পড়ুন - পুজোয় নাড়ু নয় নারকেল দিয়ে বানিয়ে নিন এই সব মিষ্টি! রইল সহজ রেসিপি)