সিআইএসএফ-এর ওয়ার্ডস (সন্তানদের) মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে ১.২৫ কোটিরও বেশি অর্থের বৃত্তি বিতরণ করা হল। “নতুন মানদণ্ড অনুযায়ী শিক্ষা ও খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী সকল সিআইএসএফ ওয়ার্ডস ডি.জি. বৃত্তির সুবিধা পাবে।" কর্মীদের কল্যাণ বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) ডি.জি. মেরিট বৃত্তি প্রকল্পে বড় ধরনের সংস্কার অনুমোদন করেছে, যার ফলে শিক্ষা ও খেলাধুলায় কৃতিত্ব অর্জনকারী সকল সিআইএসএফ কর্মীদের সন্তানরা এর সুবিধা পাবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের জন্য নতুন মানদণ্ডের অধীনে মোট ৫৬৭ জন ছাত্রছাত্রী উপকৃত হয়েছে। ১২শ শ্রেণিতে ৮০% এর বেশি নম্বর প্রাপ্ত সিআইএসএফ কর্মীদের সন্তানদের সবাইকে বৃত্তির আওতায় আনা হয়েছে।
(আরও পড়ুন - মহাষষ্ঠী উপলক্ষে রইল সেরা ১০ শুভেচ্ছাবার্তা! প্রিয়জনদের লিখে পাঠালে খুশি হবেই
আরও পড়ুন - পুজোয় নাড়ু নয় নারকেল দিয়ে বানিয়ে নিন এই সব মিষ্টি! রইল সহজ রেসিপি)
আগে প্রতিবছর মাত্র ১৫০ জনকে বৃত্তি দেওয়ার সীমা ছিল। নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে সকল মেধাবী ছাত্রছাত্রীকে সমানভাবে পুরস্কৃত করা হবে, যাতে তাদের মনে বঞ্চনার অনুভূতি দূর হয় এবং তারা উচ্চ লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত হয়। প্রথমবারের মতো সিআইএসএফ কর্মীদের সন্তানদের মধ্যে যারা খেলাধুলায় বিশেষ সাফল্য অর্জন করেছে।