দেখতে দেখতে শুরু হয়ে গেল পুজো। আজ মহাপঞ্চমীর সন্ধে। কাল মহাষষ্ঠী। এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে আপামর বাঙালি। বাঙালির শ্রেষ্ঠ উৎসব সবাইকে নিয়ে আনন্দ করার পাশাপাশি একে অপরকে শুভেচ্ছা জানানোও একটা দায়িত্ব। প্রিয়জন, পরিচিত সকলকেই এই সময় আমরা শুভেচ্ছা জানিয়ে থাকি। কিন্তু শুভেচ্ছাবার্তা পাঠানোর সময় এই মেসেজগুলি লিখলে কিন্তু অনায়াসে খুশি হবে উল্টো দিকের ব্যক্তি। তাই আপনার জন্যই রইল সেরা দশটি বাছাই করা বার্তা।
শুভ মহাষষ্ঠী ২০২৫ উপলক্ষে সেরা ১০ শুভেচ্ছাবার্তা
১. শুভ মহাষষ্ঠী! মা দুর্গার আগমনে আপনার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। পুজো কাটুক খুব ভালো।
২. ঢাকের আওয়াজ, শিউলি ফুলের গন্ধ আর মায়ের আগমনী সুর! শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভ ষষ্ঠী!
৩. মহাষষ্ঠীর এই শুভক্ষণে আপনার পরিবারের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মা দুর্গা সকলের মঙ্গল করুন।
৪. পুজো মানেই নতুন আশা, নতুন আলো। দেবী দুর্গা আপনার সব বাধা দূর করে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যান। শুভ মহাষষ্ঠী ২০২৫!
৫. মা এলেন ঘরে, আনন্দ সবার মনে। এই উৎসবের রঙে আপনার জীবন হোক আরও উজ্জ্বল। শুভ ষষ্ঠী!
(আরও পড়ুন - পুজোয় নাড়ু নয় নারকেল দিয়ে বানিয়ে নিন এই সব মিষ্টি! রইল সহজ রেসিপি
আরও পড়ুন - পুজোর আনন্দ মাটি করতে চোখ রাঙায় পায়ের ফোসকা? ভয় না পেয়ে, এগুলো মজুত রাখুন কাছে)
৬. আজকের এই পবিত্র দিনে প্রার্থনা করি, মা দুর্গার আশীর্বাদ আপনার পরিবারকে সুখ ও সুস্বাস্থ্যে ভরিয়ে রাখুক। শুভ মহাষষ্ঠী।
৭. নীল আকাশের মেঘের ভেলা, পদ্ম ফুলের পাপড়ি মেলা। ঢাকের তালে নাচে মন, আগমনীর এই ক্ষণ। শুভ মহাষষ্ঠী!
৮. দেবী দুর্গা আপনাকে শক্তি, সাহস ও জ্ঞান দিয়ে আশীর্বাদ করুন। মন্দের উপর ভালোর জয় হোক সবসময়। শুভ ষষ্ঠী।
৯. বছর ঘুরে আবার এল দুর্গাপূজা। ষষ্ঠীর এই শুরু থেকে বিজয়ার শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্ত আনন্দময় হোক। শুভেচ্ছা রইল।
১০. আপনার সব স্বপ্ন পূরণ হোক। ভালোবাসা, হাসি আর প্রিয়জনদের সঙ্গে ভরে উঠুক আপনার এবারের মহাষষ্ঠী। শুভ দুর্গাপুজো!