কয়েকদিন ধরেই একটি বিশাল অঙ্কের টাকা চেয়ে কপিল শর্মাকে বিভিন্ন হুমকিমূলক ফোন করা হচ্ছিল। শুধু তাই নয়, বেশ কিছু ভিডিয়ো পাঠানো হয়েছিল কৌতুক অভিনেতাকে। অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করা হল বাংলা থেকে।
মুম্বই ক্রাইম ব্রাঞ্চ দিলীপ চৌধুরী নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ থেকে। কপিল শর্মার থেকে তিনি ১ কোটি টাকা তোলা দাবি করে বারবার ফোন এবং ভিডিয়ো পাঠাচ্ছিল। শুধু তাই নয়, অভিযুক্ত হুমকি দেওয়ার সময় গ্যাংস্টার রোহিত গোধরা ও গোলডি বারের নাম করে ফোন করে।
আরও পড়ুন: বেড়াজাল টপকে বাংলাদেশে সম্মানিত হল ‘পদাতিক’, ছবি ভাগ করে নিলেন সৃজিত
আরও পড়ুন: প্রয়াত গায়ক জুবিন গর্গ, স্কুবা ডাইভিং করতে গিয়ে ঘটে দুর্ঘটনা
পুলিশ কর্মকর্তারা আরও জানিয়েছেন, অভিযুক্ত ওই ব্যক্তি কৌতুক অভিনেতাকে ফোন করেছিলেন গত ২২ এবং ২৩ সেপ্টেম্বর। দুই দিনের মধ্যে প্রায় ৭ বার ফোন আসে কপিলের কাছে। গোটা ব্যাপারটির সঙ্গে কোনও গ্যাংস্টারের যোগাযোগ রয়েছে কিনা সেই তদন্ত চালাচ্ছে পুলিশ।
অভিযুক্তকে ইতিমধ্যেই মুম্বই আনা হয়েছে তদন্তের স্বার্থে। আদালতে অভিযুক্তকে তোলা হলে আদালত আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। আদৌ ওই ব্যাক্তি কোনও গ্যাংস্টারের সঙ্গে জড়িত কিনা, নাকি খালি হুমকি দিয়ে ভয় পাইয়ে টাকা আদায়ের চেষ্টা করছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বিতাড়িত নন, নিজেই ‘কল্কি’ ছেড়েছেন দীপিকা, নেপথ্যে রয়েছে কোন কারণ?
আরও পড়ুন: রামকমলের ‘বিনোদিনী’ এবার বোস্টনে, উচ্ছ্বসিত পরিচালক দিলেন বড় খবর
ইতিমধ্যেই সূত্র অনুযায়ী জানা গিয়েছে, মহারাষ্ট্র নবনির্বাণ সেনা কপিল শর্মা কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো- এর বিরুদ্ধে একটি সতর্কতা জারি করেছে। অনুষ্ঠানে মুম্বাইকে বোম্বাই বলে সম্বোধন করায় কপিলের ওপর চটেন মহারাষ্ট্র নবনির্মাণ সেনার আধিকারিকরা
এছাড়াও কিছুদিন আগে গত ৪ জুলাই কানাডায় কপিলের ক্যাফে উদ্বোধনের পরেই ঘটে বিপত্তি। ১০ জুলাই ক্যাফের বাইরে একাধিকবার গুলিবর্ষন করা হয়। ৭ আগস্ট ধরে আরও একবার কয়েক রাউন্ড গুলি চলে। শুধু কানাডা নয়, নিজের শহরেও কপিলকে একাধিকবার প্রাণনাশের হুমকির সম্মুখীন হতে হয়। সব মিলিয়ে এই মুহূর্তে কপিলকে বিশেষ নিরাপত্তা প্রদান করেছে পুলিশ।