উৎসবের মরশুমে সীমান্ত এলাকায় নিরাপত্তা তৎপর রেখেই মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেফতার করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ) ও পুলিশ। অভিযোগ, এক বাংলাদেশি স্থানীয় এক তৃণমূল কর্মীর নাম ব্যবহার করে আধার ও ভোটার কার্ড তৈরি করে বসবাস করছিল। অন্য দু’জনকে সীমান্ত পেরোনোর সময় গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কালীঘাটে ধৃত বাংলাদেশি কীভাবে পেলেন ‘খাঁটি ভারতীয়’ ড্রাইভিং লাইসেন্স?
জেলা পুলিশের সূত্রে জানা গেছে, জঙ্গিপুর থানার সুতিতে বৃহস্পতিবার সন্ধ্যায় একজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ বাবু। তাঁর বাড়ি বাংলাদেশের রাজশাহীর শ্রীরামপুর গ্রামে। তদন্তে উঠে আসে, তিনি এলাকায় তৃণমূল কর্মী শাহেদুল শেখকে নিজের বাবা হিসেবে দেখিয়ে ভুয়ো আধার ও ভোটার কার্ড বানিয়ে বসবাস করছিলেন। মাঝে মাঝে তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাতায়াত করতেন।
অন্যদিকে, মুর্শিদাবাদ জেলার রানিতলা থানা এলাকা থেকে সীমান্তের কাছে অভিযান চালিয়ে দুই বাংলাদেশিকে পাচারের সময় আটক করে বিএসএফ। পরে তাদের পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ধৃতদের নাম মহম্মদ কাউসার আলি ও মহম্মদ শাহাবুল ইসলাম। পুলিশ বলছে তাদের বাড়ি রাজশাহীর বেরাপাড়া এলাকায়। তিনজনকেই কোতোয়ালি আদালতে তোলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশ ও পরিচয় গোপন সংক্রান্ত ভিন্ন দায়ের যোগ্য তথ্য পাওয়া যাচ্ছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, জেলা তৃণমূল কংগ্রেসের বক্তব্যও নথিভুক্ত করা হয়েছে। জেলা তৃণমূল থেকে বলা হয়েছে, দল কোনও রকম অন্যায় বা বেআইনি কাজ বরদাস্ত করবে না। যদি তদন্তে প্রমাণিত হয় যে দলের কোনো কর্মীর নাম ব্যবহার করে কারো পক্ষ থেকে বেআইনি কাজ করা হয়েছে, তাহলে আইনমাফিক উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।