জন্ম ১৮৭৮ সালের ২ আগস্ট অন্ধ্র প্রদেশের ভাটলাপেনুমারুতে। পরিবার সূত্রে পিঙ্গালি ভেঙ্কাইয়া তেলুগু ব্রাহ্মণ হলেও মাত্র ১৯ বছর বয়সে যোগ দিয়েছিলেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে। দক্ষিণ আফ্রিকায় বোয়ের যুদ্ধেও অংশ নিয়েছিলেন। আর তখনই হঠাৎ করে ভারতের জাতীয় পতাকা নির্মাণের কথা মাথায় আসে তাঁর।
কীভাবে মাথায় এল?
বাহিনীতে যোগ দেওয়ার পর পিঙ্গালি লক্ষ করেছিলেন, সেনায় কর্মরত ভারতীয়দের স্যালুট করতে হয় ব্রিটিশ ইউনিয়ন জ্যাককে। তখনই হঠাৎ মাথায় আসে ভারতের একটি নিজস্ব পতাকা নির্মাণের কথা।
গান্ধীজির সঙ্গে আলাপ
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকাতে থাকাকালীন মহাত্মা গান্ধীর সঙ্গে আলাপ হয় তাঁর। এর পর তিনি ১৯০৬ সালে কলকাতায় কংগ্রেসের অধিবেশনে যোগ দিয়েছিলেন। সেখানেই ভারতের পতাকা তৈরির কথা বলেছিলেন পিঙ্গালি। এর পর মোট ২৫টি নকশা তৈরি করেছিলেন তিনি। গান্ধীজি অবশ্য তাঁকে একটাই নকশা জমা দিতে বলেন। গান্ধীজির কথা অনুযায়ী তিনি একটি নকশা তৈরি করেন। সেখানে ছিল লাল ও সবুজ রং দুটি। কিন্তু সাদা ছিল না। শান্তির প্রতীক হিসেবে এই সাদা রঙকে যুক্ত করতে বলেন গান্ধীজি। এর পর সেটি যোগ করে তৈরি হয় কংগ্রেসের একটি পতাকা।