LGBTQ in Thailand: থাইল্যান্ড হতে চলেছে এশিয়ার তৃতীয়তম দেশ, যে দেশ পেল সমকামী বিয়ের অনুমোদন।
1/5দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড পেল সমকামী বিয়ের অনুমোদন। এই নতুন আইনটি রাজকীয় সম্মতির জন্য সেখানকার রাজা ভাজিরালাংকর্ণের কাছে যাবে এবং সরকারি রাজকীয় গেজেটে প্রকাশের ১২০ দিন পর এই আইন কার্যকর করা হবে।
2/5১২০ দিন অর্থাৎ মোটামুটি আগামী বছরের জানুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন সমকামী পার্টনাররা। তাইওয়ান এবং নেপালের পর থাইল্যান্ড হতে চলেছে এশিয়া তৃতীয়তম দেশ, যেখানে সমকামী বিয়ের অনুমোদন দেওয়া হল।
3/5থাইল্যান্ডে মূলত রক্ষণশীল মূল্যবোধ বহন করা হয় তাই সমকামী বিয়ের এই আইনের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করছিলেন সমকামী সম্প্রদায়ের সদস্যরা। দৈনন্দিন জীবনে বৈষম্যের সম্মুখীন হওয়ার পর অবশেষে সুখবর পেলেন তাঁরা।
4/5বিয়ের সমতা বিলটি সিনেটের উপস্থিত ১৫২ জন সদস্যদের মধ্যে ১৩০ জনের অনুমোদন পেয়েছিল। ৪ জন সদস্য বিপক্ষে ভোট দিয়েছিলেন এবং ১৮ জন কোনও পক্ষেই ভোট দেননি। এই আইনটির পর লিঙ্গ নির্দিষ্ট শব্দ যেমন ‘পুরুষ’ এবং ‘মহিলা’ -এর মতো, লিঙ্গ নিরপেক্ষ শব্দ যেমন ‘ব্যক্তি’ কথাটিও ব্যবহার করা হবে।
5/5২০০১ সালে নেদারল্যান্ডে প্রথম সমকামী ইউনিয়ন উদযাপন করার পর থেকে বিশ্বের ৩০টির বেশি দেশে সমকামী বিবাহের আইন পাস হয়েছিল। দীর্ঘদিন লড়াই এরপর অবশেষে থাইল্যান্ডেও এই আইন পাস হলো।