জেন জি থেকে জেন আলফা। নয়া প্রজন্ম ও তাঁদের ‘মুখের ভাষা’ও এবার গুরুত্ব পেল কেমব্রিজ অভিধানে। সোমবার প্রকাশক জানিয়েছেন, ডেলুলু, স্কিবিডির মতো মোট ছয় হাজার শব্দকে স্থান দেওয়া হয়েছে অভিধানে। গত কয়েক বছর ধরেই এই ধরনের শব্দগুলিকে কেমব্রিজ অভিধানের ডিজিটাল সংস্করণে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
গুরুত্ব পাচ্ছে জেন জি, জেন আলফার ভাষা
কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসই কেমব্রিজ অভিধানের প্রকাশক। তারা জানিয়েছে, বর্তমান সময়ে ট্র্যাডওয়াইফ, ডেলুলুর মতো বেশ কিছু শব্দ ইনস্টাগ্রাম ও টিকটকের দৌলতে ট্রেন্ডিং হয়ে উঠছে। জেন জি, জেন আলফার মতো নতুন প্রজন্মের মধ্যে এই শব্দগুলি বেশ জনপ্রিয় ও বহুল ব্যবহৃত। যে কারণে কেমব্রিজের মধ্যে বিশ্বখ্যাত অভিধানেও স্থান করে নিচ্ছে এই শব্দগুলি।
আরও পড়ুন - বেলা বোসকে খুঁজছেন ট্রাম্পও? ৪ অক্ষরেই তুললেন ঝড়! নাকি বড় কোনও চাল?
ট্র্যাডওয়াইফ থেকে স্কিবিডি
কেমব্রিজ অভিধান মতে, সাবেকি স্ত্রীর প্রতীক 'ট্রেডওয়াইফ'। আবার স্কিবিডির ‘বিভিন্ন অর্থ হতে পারে যেমন কুল বা খারাপ। অথবা কোন প্রকৃত অর্থ ছাড়াই ব্যবহার করা যেতে পারে!’ প্রসঙ্গত, এই শব্দটি ‘স্কিবিডি টয়লেট’ নামের একটি ইউটিউব চ্যানেলের সৌজন্যে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। অন্যদিকে আরেক জনপ্রিয় শব্দ যেমন ডেলুলু-র অর্থ এই অভিধানে বলা হয়েছে, ‘এমন জিনিস বিশ্বাস করা যা বাস্তব বা সত্য নয়, সাধারণত আপনার পছন্দের কারণে’।
আরও পড়ুন - কেরিয়ারে বড় ফাঁড়া? হাতের কোন রেখা জানান দেয় আগেই? কী বলছে হস্তরেখা বিচার
ডেলুলু উইথ নো সলুলু
শুধু যে কোনও শব্দের মানে লিখেই ক্ষান্ত হয়েছে কেমব্রিজ অভিধান তা কিন্তু নয়। বরং, এইসব শব্দের কিছু জনপ্রিয় ব্যবহারের উদাহরণও টেনে এনেছে। যেমন ধরা যাক ডেলুলুর কথা। জেন জির মধ্যে এই শব্দটি বহুল প্রচলিত। এর উদাহরণ হিসেবে কেমব্রিজ অভিধানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের কথা টেনে আনে। ২০২৫ সালে তিনি ওই দেশের পার্লামেন্টে কোনও এক ভাষণের উদ্ধৃতি হিসেবে বলেছিলেন ‘ডেলুলু উইথ নো সলুলু’। সেই উদাহরণ সরাসরি স্থান পেয়েছে কেমব্রিজ অভিধানের পাতায়। প্রসঙ্গত, জেন জি সাধারণত বলে থাকে, ‘ডেলুলু ইজ দি অনলি সলুলু!’ এখানে সলুলু শব্দের অর্থ সলিউশন!