হস্তরেখাবিদ্যা অনুযায়ী, আপনার হাতে থাকা ভাগ্য রেখা (Fate Line) দেখেই মূলত কর্মজীবনের ওঠাপড়া বা বড় ধরনের সমস্যা সম্পর্কে জানা যায়। এই রেখাটি হাতের তালুর নিচ থেকে শুরু হয়ে মধ্যমা আঙুলের নিচে শনি পর্বতের দিকে সোজা উঠে যায়।
হাতের এইসব রেখাই ইঙ্গিত
রেখা ভাঙা বা কাটা থাকলে: ভাগ্য রেখা যদি মাঝখানে ভাঙা থাকে বা অন্য কোনো রেখা দিয়ে কাটা থাকে, তাহলে এটি কর্মজীবনে বড় ধরনের বাধা, চাকরি পরিবর্তন, বা আর্থিক ক্ষতির ইঙ্গিত দেয়। এটি বোঝায় যে আপনার কর্মজীবনের পথ মসৃণ হবে না এবং আপনাকে অনেক বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে।
আরও পড়ুন - ঘরের কোণে ঝুল জমছে? জলদি সাফ না করলে দেখা দিতে পারে এই অমঙ্গল, জানুন বাস্তুমত
রেখায় দ্বীপ চিহ্ন থাকলে: যদি ভাগ্য রেখার উপর ছোট ছোট দ্বীপের মতো চিহ্ন দেখা যায়, তবে এটি কর্মজীবনে মানসিক চাপ, কর্মক্ষেত্রে ঝামেলা বা বিভ্রান্তির সময়কালকে বোঝায়। এই সময়ে কর্মক্ষেত্রে সম্মানহানি বা ক্ষতির সম্ভাবনাও থাকে।
রেখায় তিল বা ক্রস চিহ্ন: ভাগ্য রেখায় তিল চিহ্ন থাকলে তা কর্মজীবনে দুর্ভাগ্য বা অপ্রত্যাশিত সমস্যার ইঙ্গিত দেয়। একইভাবে, ক্রস চিহ্নও বড় ধরনের চ্যালেঞ্জ বা কর্মজীবনের মোড় পরিবর্তনের সংকেত দেয়।
আরও পড়ুন - গণেশ চতুর্থী ২০২৫-এ ২৬ না ২৭ অগস্ট? পুজোর শুভ সময় কখন? জানুন দুই পঞ্জিকার মত
রেখাটি হালকা বা অস্পষ্ট হলে: যদি ভাগ্য রেখা গভীর ও স্পষ্ট না হয়ে হালকা বা অস্পষ্ট হয়, তাহলে এটি কর্মজীবনে অনিশ্চয়তা এবং লক্ষ্যহীনতার ইঙ্গিত দেয়। এমন রেখা থাকলে ব্যক্তিকে সাফল্য লাভের জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয়।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।