শারদোৎসেবর ঠিক আগেই গণেশ চতুর্থী। মা দুর্গা মর্ত্যে আসার আগেই ধরণীতে পূজিত হন সিদ্ধিদাতা গণেশ। এই বছর দুর্গাপুজো এগিয়ে আসার কারণে এগিয়ে এসেছে গণেশ চতুর্থীও। সেই হিসেবে কবে পড়ছে গণেশ চতুর্থী? কোন পঞ্জিকা কী বলছে জেনে নেওয়া যাক।
২৬ না ২৭ অগস্ট?
স্কন্দপুরাণে বর্ণিত নিয়ম অনুযায়ী, ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে অনুষ্ঠিত হয় গণে চতুর্থী। ক্যালেন্ডার মতে, এই বছর ২৭ অগস্ট গণেশ চতুর্থী। তবে পঞ্জিকা মতে এই তারিখের কিছুটা হেরফের রয়েছে। দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা ও গুপ্ত প্রেস পঞ্জিকা কী বলছে।
আরও পড়ুন - ঘরের কোণে ঝুল জমছে? জলদি সাফ না করলে দেখা দিতে পারে এই অমঙ্গল, জানুন বাস্তুমত
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে ২৬ ও ২৭ অগস্ট দুদিনই রয়েছে চতুর্থী তিথি।
- চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে বাংলা তারিখ অনুযায়ী ৯ ভাদ্র, মঙ্গলবার। অন্যদিকে ইংরেজি তারিখ মতে, ২৬ অগস্ট, মঙ্গলবার। সময় হল দুপুর ১টা ৫৬ মিনিট।
- চতুর্থী তিথি শেষ হচ্ছে বাংলা তারিখ অনুযায়ী ১০ ভাদ্র, মঙ্গলবার। অন্যদিকে ইংরেজি তারিখ মতে, ২৭ অগস্ট, বুধবার। সময় হল দুপুর ৩টে ৪৫ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে
গুপ্তপ্রেস পঞ্জিকা মতেও চতুর্থী তিথি দুদিন রয়েছে।
- চতুর্থী তিথি আরম্ভ হচ্ছে বাংলা তারিখ অনুযায়ী ৯ ভাদ্র, মঙ্গলবার। অন্যদিকে ইংরেজি তারিখ মতে, ২৬ অগস্ট, মঙ্গলবার। সময় হল দুপুর ১২টা ৫২ মিনিট ৮ সেকেন্ড।
- চতুর্থী তিথি শেষ হচ্ছে বাংলা তারিখ অনুযায়ী ১০ ভাদ্র, মঙ্গলবার। অন্যদিকে ইংরেজি তারিখ মতে, ২৭ অগস্ট, বুধবার। সময় হল দুপুর ২টো ১৮ মিনিট ৩১ সেকেন্ড।
আরও পড়ুন - দাম্পত্য অশান্তি দূর হবে, শ্বশুরবাড়িতে পাবেন সম্মান, হলুদের এই প্রতিকারেই সম্ভব
গণেশ পুজোর শুভ সময় কখন?
দুই পঞ্জিকা মতে, দুদিন ধরে তিথি হলেও পুজোর শুভ সময় ২৭ অগস্টই। এই দিন সকাল ১১টা ০৫ মিনিট থেকে দুপুর ১ টা ৪০ মিনিট পর্যন্ত পুজোর শুভ সময় রয়েছে।