হাতিরা যতটা বুদ্ধিমান, ততটাই আবেগপ্রবণ প্রাণী। হাতির সঙ্গে তার মাহুতের সম্পর্ক অনেকটা বাবা ও সন্তানের মতোই। জীবনের শেষ পর্যন্ত নিজের মাহুতের সঙ্গেই থাকে পোষ্য হাতিরা। সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় এমনই একটি হাতির ভিডিয়ো সামনে এসেছে, যেখানে হাতি এবং মাহুতের মধ্যে মানসিক বন্ধন ভাইরাল। যখন একটি হাতি তার বৃদ্ধ মাহুতকে দেখতে হাসপাতালে পৌঁছোয়, সেই করুণ মুহূর্তের ভিডিয়ো এটি। যা দেখলে চোখের পাতা ভিজতে বাধ্য।
আরও পড়ুন: (Kids Lunchbox Tips: কুমড়ো একেবারে না-পসন্দ ছোট্ট খুদের? এভাবে সুস্বাদু পদ রাঁধুন লাঞ্চবক্সের জন্য)
কী দেখা গিয়েছে ভিডিয়োতে
ভিডিয়োর প্রথমেই দেখা গিয়েছে, হাঁটু গেড়ে হাসপাতালের ঘরে প্রবেশ করে হাতিটি। হাসপাতালের বিছানায় শেষ নিঃশ্বাস নেওয়া বৃদ্ধ মাহুতের সঙ্গে দেখা করতেই এদিন হাসপাতালের সেই ওয়ার্ডে পৌঁছে যায় হাতি। হাসপাতালের ঘরের দরজা ছোট, তাই হাতিটি সরাসরি ভেতরে প্রবেশ করতে পারত না। তাই সে হাঁটু গেড়ে বসে বসে ঘরের ভিতরে চলে যায়। পৌঁছোনোর পর মাহুতের কাছে গিয়ে বসে। তারপরের মুহূর্তটি ছিল আবেগপ্রবণ। নিজের শুঁড় দিয়ে মাহুতের গায়ে স্পর্শ করছিল সে। আর তা দেখেই ঘটনাস্থলে উপস্থিত সকলেরই চোখ ভিজে ওঠে।
উল্লেখ্য, এই ভিডিয়োটি ভারতের নয় কিন্তু এটি দেখার পর আপনিও আবেগপ্রবণ না হয়ে থাকতে পারবেন না। হাসপাতালের ওয়ার্ডে দাঁড়িয়ে মাহুতের পরিবারের সদস্যরা হাতির শুঁড়ের উপর মাহুতের হাত রাখেন। হাতিটি তার বৃদ্ধ মাহুতকে স্নেহের সঙ্গে আদর জানা। হাতিটি তার শুঁড় দিয়ে মাহুতের শরীর ঢেকে রাখা চাদরটিও খুলে ফেলে। এর পর সে সেখানে বসে।