সোমবার ইদ। মাসখানেক রোজা রাখার পরে আজ শুরু শাওয়াল মাস শুরু হচ্ছে। আর শাওয়াল মাসের প্রথম দিনে ইদ-উল-ফিতর বা খুশির ইদ পালন করতে চলেছেন ভারতের বিভিন্ন প্রান্তের মুসলিমরা। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের মুসলিমরাও মেতে উঠতে প্রস্তুত। সোমবার ইদ পালনের আগে তাঁরা শেষমুহূর্তের প্রস্তুতি সারছেন। চলছে কেনাকাটি। আর শুধু ভারত নয়, বাংলাদেশের মুসলিমরাও ইদ উদযাপন করবেন সোমবার। আর সেই বিশেষ দিনটায় নিজের বন্ধুবান্ধব এবং প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়ে ফেলুন। রইল বাংলা এবং ইংরেজির শুভেচ্ছাবার্তা।
বাংলায় ইদের শুভেচ্ছাবার্তা
১) স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশাপূরণ হোক। সব দুঃখ দূরে যাক, সুখে জীবন ভরে যাক। জীবনটা হোক ধন্য, ইদের শুভেচ্ছা তোমার জন্য।
২) ইদ উপলক্ষ্যে তোমার জীবনে নতুন আনন্দ ও মুখের সূচনা হোক। ইদ মোবারক বন্ধু।
৩) আপনার এবং আপনার পরিবারের জন্য ইদের প্রাণভরা শুভেচ্ছা। আল্লাহ আপনার সব স্বপ্নপূরণ করুক।
৪) তুমি মিষ্টি সকালের স্নিগ্ধ বাতাস, তুমি শীতল ভোরের শিশির ভেজা ঘাস, তুমি আলোময় পৃথিবীর তারা ভরা রাত, তোমায় জানাই ইদ মোবারক।
৫) ভোর হল, দোর খোলো, চোখ মেলে দেখো রে, রোজা শেষ, রোজা শেষ, ইদ চলে এলো রে। নতুন জামা পরবে সবাই, থাকবে হাসিখুশি। ইদ আসল সবার দুয়ারে নিয়ে শুভেচ্ছা রাশি-রাশি। ইদ মোবারক।
আরও পড়ুন: Eid Malida Recipe: কিশমিশে ভরপুর লা-জাবাব স্বাদ বরিশাল স্পেশাল মলিদার! ট্রাই করুন ইদে, রইল রেসিপি
৬) প্রার্থনা করি আল্লাহ তোমায় সবসময় পথপ্রদর্শন করবেন। ইদ হল খুশির দিন। দাওয়াত রইল ইদের দিন। ভালো থেকো সীমাহীন। ইদের দিনটা তোমার হোক রঙিন। ইদ মোবারক।
৭) ইদের দিন আনন্দ উৎসবে মেতে ওঠো। কখনও তোমার জীবনে দুঃখ না আসুক, এটাই দোয়া করি। ইদ মোবারক।
৮) ইদের আলোয় মনটা হয়ে উঠুক ঝলমলে, চলুন সবাই মিলে ইদের দিনটা একজন অপরজনের সঙ্গে মিলেমিশে উপভোগ করি। ইদ মোবারক।
৯) ইদ মানে খুশি, ইদ মানে আনন্দ, ইদ আসে ভুলিয়ে দিতে সকল বিবাদ-দ্বন্দ্ব, ইদ মানে ভুলে যাওয়া যত দুঃখ ভয়, ইদের মতোই তোমার জীবনটা হোক দীপ্তিময়। ইদ মোবারক।
১০) বলছি আমি আমার কথা, ইদে থাকবে না কোনও মনের ব্যথা, আমার জীবনে অনেক চাওয়া, ইদ থেকে সব পাওয়া, ইদের প্রতি তাই এত ভালোবাসা।
আরও পড়ুন: Eid Special Kababs: ইদে অতিথিদের খাওয়ান এই ৬ কাবাব, স্বাদে অসাধারণ
ইংরেজিতে ইদের শুভেচ্ছাবার্তা
১) Eid Mubarak! May your home be filled with joy, your heart with love, and your life with endless blessings! 🌙✨
২) As the crescent moon shines bright, may your life be illuminated with love, laughter, and Allah’s blessings. Eid Mubarak!
৩) Eid Mubarak! May your heart be filled with joy, your home with laughter, and your life with endless blessings.
৪) Wishing you a day filled with love, laughter, and the warmth of family and friends. Eid Mubarak!
৫) May your home be filled with the delicious aroma of Eid feasts and your heart with the sweetness of love. Eid Mubarak!
৬) May Allah grant you health, wealth, and prosperity on this blessed occasion of Eid-ul-Fitr.
৭) Let’s celebrate Eid with joy! May your prayers be answered, your heart be at peace, and your home be filled with light.
৮) Eid Mubarak to my beloved family! May Allah bless our home with love and happiness.
আরও পড়ুন: Eid 2025: ইদের আগে বাড়িতেই বানিয়ে ফেলুন মেহেন্দি, হাতের রং আরও গাঢ় হবে
৯) Eid Mubarak! Wishing you success, prosperity, and happiness in all you do.
১০) Eid Mubarak! May this Eid bring you closer to your loved ones and fill your life with happiness.
১১) Eid Mubarak to you and your loved ones! May Allah shower you with His mercy, guide you towards success, and fill your heart with contentment.
১২) May this Eid be a fresh start, bringing you prosperity, success, and everything you wish for. Eid Mubarak!