বলিউডের এক সময়ে ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী ছিলেন জিনাত আমান। সুন্দরী অভিনেত্রীদের কথা বললেই সবার আগে উঠে আসত এই অভিনেত্রীর নাম। কিন্তু জীবনের সায়ান্যে এসে নিজের এই সৌন্দর্য নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করলেন অভিনেত্রী জিনাত আমান।
পুরনো দিনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘মাঝে মাঝে আমার নিজের পুরনো ছবিটা কি আর ভাবি সত্যি কি আমাকে ভীষণ সুন্দর দেখতে ছিল? এখন যদি এই কথাগুলো আমি জোরে জোরে বলি তাহলে ব্যাপারটা অতিরিক্ত নাটকীয় হয়ে উঠবে।’
আরও পড়ুন: আবার হইচইতে ফিরছেন ‘ইন্দুবালা’, কীসের ‘অনুসন্ধান’ করবেন শুভশ্রী?
আরও পড়ুন: দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছেন সৌমিতৃষা, কোথায় দেখা যাবে তাঁকে?
অভিনেত্রী লেখেন, ‘সত্যি আমার নিজেকে কখনও সুন্দর মনে হয়নি। কিন্তু অন্যরা যখন সবসময় সুন্দর বলতেন তখন আমি সেটা মেনে নিতে শিখেছি। কিন্তু এখনো যখন আমার নামের পাশে সুন্দর কথাটি ব্যবহার করা হয় তখন ভীষণ অবাক লাগে। তবে আমি মেনে নিই কারণ আমি শিখেছি এই পৃথিবীতে সব সময় মেনে নিতে হয়।’
জিনাত লেখেন, ‘আমি একসময় সৌন্দর্য প্রতিযোগিতায় জিতেছি, দেশের সবথেকে সম্মানিত পরিচালকদের সঙ্গে কাজ করেছি। কিন্তু কখনও নিজেকে খুব সুন্দর বলে মনে করতে ভয় হত। হয়তো মনে হতো আমি নিজেকে যদি সুন্দরী মনে করি তাহলে অহংকারী হয়ে উঠবো তাই সৌন্দর্য ব্যাপারটিকে সবসময় নিরর্থক এবং প্রশ্রয়হীন বলে মনে হয়েছে।’
জিনাত লেখেন, ‘আসলে সৌন্দর্যের কোন মাপকাঠি হয় না। আমার চারিপাশে এমন অনেক মানুষকে দেখি যারা নিজেদের সুন্দর বলে মনে করে না। আসলে আপনাকে যখন কেউ প্রশংসা করবে তখন আপনার শারীরিক ত্রুটির ওপরেও নজর দেওয়া হবে। আমি নিশ্চিত আপনিও সেটা করেন।’
আরও পড়ুন: 'আমার জীবনের সেরা দিন...', কোন খুশির খবর শোনালেন অহনা?
আরও পড়ুন: 'এই ভাবেই মাঠে ঘাটে ঘুরে ঘুরে...', জন্মদিনে ইমনকে ভালোবাসায় ভরালেন নীলাঞ্জন
সবশেষে অভিনেত্রী লেখেন, ‘যদি তুমি সুন্দর হতে চাও তাহলে মন থেকে সুন্দর হও। নিজের দৃষ্টিভঙ্গি পাল্টে ফেলো যাতে সবকিছু সুন্দর হয়ে ওঠে। একটা সময় বুঝতে পারবে কোন ক্রিম তোমাকে সুন্দর করে তুলতে পারে না, একমাত্র তুমি যেমন সেটাই সবথেকে সুন্দর।’