ইতিমধ্যেই পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। শহরের বহু নামি দামি ক্লাব ইতিমধ্যেই খুঁটি পুজো করে নিয়েছে। কারণ দুর্গা পুজোর বাকি আর মাত্র মাসখানেক। পুজো মানেই সাদা কাশফুল, পেজা তুলোর মতো মেঘ, নীল আকাশ আর মহালয়ার ভোর। আর মহালয়ার ভোর মানে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদার্ত কন্ঠে ‘মহিষাসুরমর্দ্দিনী’। এই ‘মহিষাসুরমর্দ্দিনী’ না শোনা হলে বাঙালির শারদীয়া শুরুই হয় না।
আরও পড়ুন: 'লোকে ভাবে আমার কাছে গান শিখলে সা রে গা মা পা-এ সুযোগ পাবে', যা বললেন ইমন
তবে বর্তমান সময় কিছুটা বদলেছে। বর্তমান যুগের নব তম সংযোজন হল টেলিভিশনের ‘মহিষাসুরমর্দ্দিনী'। বিভিন্ন টিভি চ্যানেলে মহালয়ার ভোরে 'মহিষাসুরমর্দ্দিনী' দেখানো হয়। সেখানেও থাকে নানা চমক। দেবী দুর্গার মহিষাসুরমর্দ্দিনী রূপ ছাড়াও আরও বেশ কয়েকটি রূপের গল্প তুলে ধরা হয়। তাই দেবীর মর্তে আগমন মানেই এখন রেডিয়োর পাশাপাশি টেলিভিশনের মহিষাসুরমর্দ্দিনী নিয়েও দর্শকরা যথেষ্ট উদগ্রীব থাকেন। তাই দর্শক চমক দিয়ে মহিষাসুরমর্দ্দিনীর দ্বিতীয় প্রোমো প্রকাশ্যে আনল জি বাংলা। জি বাংলা এই বিশেষ অনুষ্ঠানের নাম রেখেছে, ‘জাগো মা জাগো দুর্গা’।
আরও পড়ুন: 'আজকের প্রজন্মের মন…', দেব-শুভশ্রীর 'ধূমকেতু' সাফল্য প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
আগেই জানা গিয়েছিল ছিল যে দেবের ‘কিশোরী’ ইধিকা পালই হচ্ছেন এবারের দুর্গা। তারপর প্রথম প্রোমোতে ইধিকার দেখা মেলে। এবার দ্বিতীয় প্রোমো ভিডিয়োতে দেখা যায় নারীদের উপর হওয়া অত্যাচারে ঢাল হয়ে দাঁড়িয়েছেন মা দুর্গা। ভিডিয়োর ভয়েজওভারে শোনা গিয়েছে, ‘চারিদিক যখন অন্যায় ও পাপে পরিপূর্ণ, লাঞ্ছিত হয় নারী, তখনই মাতৃশক্তির আবির্ভাব হয়। এরপরই এক দেবীকে তীর ছোঁড়ে এক অসুরের বুকে। তারপরই দেবী শক্তি এক বিশেষ রূপে দেখা মেলে পর্দার 'ফুলকি’ দিব্যাণী মণ্ডলের।
তারপর ফের খড়্গ নিয়ে ছুটে আসা এক অসুরকে পদাঘাত করে 'পরীণীতা' ঈশানী চট্টোপাধ্যায়কে। তারপর রথের চাকা হাতে অসুরদের উপর আঘাত হানে পর্দার 'জগদ্ধাত্রী' অঙ্কিতা মল্লিক। তারপর ফের আবহ থেকে শোনা যায়, ‘অসুরদের এই পরাজয়ে এবার যুদ্ধক্ষেত্রে হাজির হয় অসুর রাজ মহিষাসুর। ক্ষিপ্ত অসুররাজ তার মায়া বিস্তার করে হস্তীর উপর।’ এরপরই দুর্গা রূপে দেখা মেলে ইধিকা পালের। আবহে শোনা যায় চন্ডীপাঠ। ফের আবহ থেকে ভেসে আসা কন্ঠে শোনা যায়, মত্ত হস্তী শান্ত হয় মায়ের আশীর্বাদে।' তারপর দেখা যায় সেই হাতির পিঠে দেবী। সেই হাতি দেবীর হাতে পদ্ম সরোবর থেকে পদ্ম তুলে দেয়। এরপর সিংহ সঙ্গে হাতির পিঠে দেবীকে দেখা যায়, পাশে লেখা ফুটে ওঠে অনুষ্ঠানের নাম