১০ বছর পর পর্দায় মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ছবি 'ধূমকেতু'। মুক্তির আগে থেকেই এই ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে। অ্যাডভান্স বুকিংও ছিল চোখে পড়ার মতো। এই ছবির অ্যাডভান্স বুকিং ও আয় একাধিক রেকর্ড ভেঙেছে। এই বিরাট সাফল্যের জন্য বাংলার বিনোদন জগতের ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানালেন প্রযোজক রানা সরকার-সহ পুরো টিমকে।
আরও পড়ুন: 'ধূমকেতু' জ্বরে কাঁপছে বাংলা! দেব-শুভশ্রীর ছবি দ্বিতীয় দিনে কত কোটি আয় করল?
কী বললেন অভিনেতা?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রানা সরকারকে একটি ম্যাসেজ পাঠান। সেখানে তিনি লেখেন, 'প্রিয় কেজি (পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়),দেব, শুভ (শুভশ্রী গঙ্গোপাধ্যায়) ও রানা (রানা সরকার)। বক্স অফিসে দারুণ সাফল্যের জন্য আমি গর্বিত এবং খুশি। কিন্তু এটা বিরল। একটা অপ্রকাশিত ছবি দীর্ঘদিন পর মুক্তির পরও আজকের প্রজন্মের মন এভাবে ছুঁয়ে যেতে পারে…, আমি বিশ্বাস করি ছবি কথা বলে। অনেক ভালবাসা। বুম্বা দা।'
আরও পড়ুন: তেরঙা পোশাকে তৃণা! জাতীয় পতাকা হাতে দেব-নুসরত, দেখে নিন টলিপাড়ার স্বাধীনতা দিবস উদযাপন
প্রসঙ্গত, ‘ধূমকেতু’ মুক্তির আগে নায়ককে বলতে শোনা গিয়েছিল, ‘অনেক শুভেচ্ছা ধূমকেতু। এরকম ভালো অ্যাডভান্স বুকিং হচ্ছে। চেয়েছিলাম ছবিটা তাড়াতাড়ি মুক্তি পাক, অনেক বছর ধরে অপেক্ষা করছে। মানুষও অপেক্ষা করেছেন আমিও অপেক্ষা করেছি।’ এরপর তাঁর পুজোর ছবি দেবী চৌধুরাণীর প্রসঙ্গও ওঠে। তারপর তাঁর থেকে জানতে চাওয়া হয়, তিনি এরপর দেব-শুভশ্রী জুটিকে ফের বাংলা ছবিতে ফিরে পেতে চান কিনা? সেই প্রশ্ন শুনেই তিনি তাঁর গাড়ির চালককে গাড়ি নিয়ে চলে যেতে বলেন।
উল্লেখ্য, কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি। কিন্তু ১০ বছর ধরে 'দেশু' অনুরাগীরা জ্বালিয়ে রেখেছিল 'ধূমকেতু' আঁচ। দর্শকদের মুখে হাসি ফোটাতে নির্মাতারা সব জটিলতা কাটিয়ে ১০ বছর পর এই ছবি মুক্তি দিতে সক্ষম হলেন। এখন হলে হলে দেব-শুভশ্রীর নস্টালজিয়ায় ভাসছেন বাংলার সিনে-প্রেমিরা।