শুক্রবার এক্স-এ বিবেক অগ্নিহোত্রী একটি ভিডিয়ো শেয়ার করেন সেখানে তিনি তাঁর ভক্ত এবং অনুগামীদের সঙ্গে দ্য বেঙ্গল ফাইলসের ট্রেলার লঞ্চ বাতিল হওয়ার আপডেটটি ভাগ করে নেন। তিনি জানান, কলকাতায় নির্ধারিত অনুষ্ঠানের আগের দিন একটি প্রথম সারির সিনেমা হল চেন এই অনুষ্ঠান বাতিল করেছে। বিবেক আরও জানান, দেরি না করে ট্রেলার লঞ্চ করা হবে কলকাতায়। ছবির টিম হিন্দুস্তান টাইমসকে জানায়, শনিবার শহরের একটি পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ হবে।
আরও পড়ুন: 'কখনও না বলা…', অর্জুনের সঙ্গে বিচ্ছেদের পর ফের প্রেমে পড়া প্রসঙ্গে মুখ খুললেন মালাইকা
জানা গিয়েছিল বিবেক অগ্নিহোত্রী কালীঘাট ও শহীদ মিনার ঘুরে প্রচারে অংশ নেবেন এমনটাই পরিকল্পনা ছিল। কিন্তু যে পাঁচতারা হোটেলে ট্রেলার লঞ্চ হয় সেখানে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বচসা শুরু হয়। এর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পৌঁছয়।
পরিচালক অভিযোগ করেন ট্রেলার চলাকালীনই তা বন্ধ করে দেয় হোটেল কর্তৃপক্ষ। অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ জানায়, এই কথা একেবারেই ভিত্তিহীন। তবে এখানেই সমস্যা থামে না, অভিযোগ-পাল্টা অভিযোগ চলতে থাকে। আর তার জেরেই কলকাতা পুলিশ হোটেলে ঢুকে সরিয়ে নিয়ে যায় বিবেক-সহ 'দ্য বেঙ্গল ফাইলস'-এর গোটা টিমকে।
আগে থেকেই ছবির ট্রেলার মুক্তি নিয়ে নানা সমস্যা দানা বাঁধায় অনেকেই আন্দাজ করেছিলেন এই ট্রেলার লঞ্চ ঘিরেও পরিস্থিতি উতপ্ত হতে পারে তাই সকাল থেকেই হোটেল চত্বর পুলিশ ছিল।
বিবেকের অভিযোগ করেন ট্রেলার লঞ্চের অনুষ্ঠানের মঞ্চে ট্রেলার চলাকালীন নাকি তার ছিঁড়ে দেওয়া হয়। ট্রেলার চলতে চলতেই তা বন্ধ হয়ে যায়। অন্যদিকে, হোটেল কর্তৃপক্ষ জানায় এমন কিছুই করা হয়নি, কলকাতা কর্পোরেশনের অনুমতি নেই ছিল না এই অনুষ্ঠানের জন্য সেটা নিয়েই তারা কেবল কথা বলতে গিয়েছিল।
এই প্রসঙ্গে দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, ‘সত্যজিৎ রায়ের শহরে পরিচালকের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। বোঝাই যাচ্ছে রাজনৈতিক চাপে এই আচরণ করা হচ্ছে।’
বিবেক রচিত ও পরিচালিত এই ছবিটি প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল ও পল্লবী যোশী। অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার এবং পল্লবী যোশী। ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে 'দ্য বেঙ্গল ফাইলস'।