অভিষেক বসু এবং শার্লি মোদকের প্রেমের গুঞ্জন অনেক দিন থেকেই শোনা যাচ্ছিল। যদিও তাঁরা প্রেম নিয়ে কেউই প্রকাশ্যে খুব একটা মুখ খোলেননি। তবে এবার সবাইকে অবাক করে আইবুড়ো ভাত খেলেন তাঁরা, তাও আবার 'ফুলকি'র সেটে। পর্দার বরের বিয়ে নিয়ে কী বলছেন 'ফুলকি' দিব্যাণী মণ্ডল?