ধনশ্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই যুজবেন্দ্র চাহালের সঙ্গে একটাই নাম শোনা যাচ্ছে আরজে মাহভাশ। শুধু তাই নয়, তাঁদের সঙ্গে একত্রে নানা জায়গায় দেখাও যাচ্ছে। এদিনও তার অন্যথা হল না। দুজনকে জুটিতে দেখা গেল বিমানবন্দরে। আইপিএল চলাকালীন দুটিতে মিলে চললেন কোথায়?
আরও পড়ুন: গাঁটছড়ার পর ফের ছোট পর্দায় ফিরছেন শোলাঙ্কি? জল্পনা উসকে কী বললেন 'খড়ি'?
আরও পড়ুন: প্রথম দিনের নিরিখে জাটকে ছাপিয়ে গেল কেশরী চ্যাপ্টার ২! বিশ্বজুড়ে কত আয় করল অক্ষয়ের ছবি?
কী ঘটেছে?
তুঙ্গে চাহাল এবং মাহভাশের প্রেম চর্চা। যদিও সেই বিষয় নিয়ে তাঁরা মুখে কুলুপ এঁটে রেখেছেন। আরজে মাহভাশ তো উল্টে নিজেকে একটি সাক্ষাৎকারে সম্প্রতি আদ্যোপান্ত সিঙ্গল বলেও দাবি করেছেন। আর তারপরও কখনও চাহালের দলকে সমর্থন করতে মাঠে হাজির থাকছেন মাহভাশ, তো কখনও এক তোড়া গোলাপের সঙ্গে ছবি দিচ্ছেন ক্রিকেটার। এবার সেই প্রেম চর্চায় আগুনে ঘি ঢেলে আবারও একসঙ্গে দেখা মিলল তাঁদের। চণ্ডীগড় বিমানবন্দরে একসঙ্গে চাহাল এবং মাহভাশকে বেরোতে দেখা যায়। তাঁদের কথা বলতে বলতে বিমানবন্দর দিয়ে বেরিয়ে পঞ্জাব কিংসের টিম বাসের কাছে আসতে দেখা যায়। চাহাল নিজের লাগেজ তোলেন বাসে, অন্যদিকে তাতে ওঠার জন্য এগিয়ে যান মাহভাশ।
এদিন মাহভাশের পরনে ছিল কালো টিশার্ট, হট প্যান্ট এবং জ্যাকেট। অন্যদিকে চাহালের পরনে ছিল গোলাপি টিশার্ট এবং প্যান্ট। তাঁদের চণ্ডীগড় বিমানবন্দর থেকে বেরিয়ে আসার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটা নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।
কে কী বলছেন?
এদিন এক ব্যক্তি লেখেন, 'মানে ধনশ্রীই ঠিক ছিল।' আরেক ব্যক্তি লেখেন, 'ভাই একাই রাজার জীবন কাটাচ্ছে।' তৃতীয় জন লেখেন, 'চাহালের লাকি চার্ম।'
আরও পড়ুন: 'দাম্পত্যের বিষয়গুলো কীভাবে...' দিলীপ সাতপাকে বাঁধা পড়তেই কী বললেন দোলন-দীপঙ্কর? শুভেচ্ছা ঋদ্ধির
প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরেই যেন আতশকাচের তলায় ছিল যুজেন্দ্র চাহালের ব্যক্তিগত জীবন। একদিকে যেমন তাঁর এবং ধনশ্রীর বিয়ে ভাঙার চর্চা থেকে খোরপোষের অঙ্ক ছিল তেমনি আরেক দিকে তাঁর সঙ্গে আরজে মাহভাশকে ঘনঘন দেখা যাওয়ায় শুরু হয় তাঁদের প্রেম চর্চা। কেউ কেউ আবার এও বলেছেন যে নতুন সম্পর্কের জন্যই নাকি ধনশ্রীর সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছেন তিনি। যদিও পরবর্তীতে জানা যায় বিগত ২ বছর ধরেই আলাদা থাকছিলেন চাহাল এবং ধনশ্রী।