ইচ্ছে নদী ধারাবাহিকের হাত ধরে বিনোদন জগতে তাঁর পথচলা শুরু। শেষ বার দেখা গিয়েছে গাঁটছড়া ধারাবাহিকে। বারংবার নিত্য নতুন চরিত্রে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন শোলাঙ্কি রায়। এবার কি তিনি আবারও ছোট পর্দায় ফিরছেন? কী জানালেন?
আরও পড়ুন: প্রথম দিনের নিরিখে জাটকে ছাপিয়ে গেল কেশরী চ্যাপ্টার ২! বিশ্বজুড়ে কত আয় করল অক্ষয়ের ছবি?
আরও পড়ুন: 'দাম্পত্যের বিষয়গুলো কীভাবে...' দিলীপ সাতপাকে বাঁধা পড়তেই কী বললেন দোলন-দীপঙ্কর? শুভেচ্ছা ঋদ্ধির
ছোট পর্দায় ফিরছেন শোলাঙ্কি রায়?
শোলাঙ্কি রায় বর্তমানে সিনেমা এবং সিরিজেই মূল ফোকাস রেখেছেন। একের পর এক সিনেমা, সিরিজে চুটিয়ে কাজ করছেন তিনি। কিন্তু আজকাল তো একাধিক অভিনেতা, অভিনেত্রীরাই সিরিজ, সিনেমায় কাজ করতে করতে ছোট পর্দায় ফিরছেন। তিনিও কি তাই করছেন? জল্পনা অন্তত তেমনি। আর শোলাঙ্কি রায়ের ছোট পর্দায় ফেরার খবর রটে যেতেই ভীষণ খুশি সিরিয়াল প্রেমীরা। কিন্তু কোন ধারাবাহিকে দেখা যাবে, কবেই বা কামব্যাক করছেন, আদৌ এই জল্পনা সত্যি কিনা সেই বিষয়ে মুখ খুললেন খোদ অভিনেত্রী।
শোলাঙ্কি রায় সম্প্রতি এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমার কাছে প্রস্তাব এসেছে। কিন্তু সত্যি বলতে এখনও সেভাবে কিছুই ফাইনাল হয়নি। ফাইনাল হলে আমি নিজে সবাইকে জানাব।'
অর্থাৎ শোলাঙ্কির ছোট পর্দায় ফেরার যে গুজব রটেছে সেটা আংশিক ভাবে সত্যি। তবে অভিনেত্রী এই বিষয়ে এও জানিয়েছেন, যেহেতু সিরিয়ালে অনেকটা সময় দিতে হয় সেই জন্য তিনি বিষয়টা নিয়ে ভাবছেন। কথা বার্তা চলছে। শোলাঙ্কির কথায়, 'যে চ্যানেলের কাছ থেকে আমার কাছে প্রস্তাব এসেছে তাদের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। আমায় ওঁরা সবসময়ই সমস্ত ভালো চরিত্র দিয়েছে। আমি কামব্যাকের জন্য তাই এক প্রকার মুখিয়ে আছি সত্যি বলতে। যদি সব ঠিকঠাক থাকে দেখা যাক কী হয়।'
আরও পড়ুন: স্মৃতি ফিরল আদৃতের, চিনতে পারল শুভলক্ষ্মীকে? এবার কোন খাতে বইবে ৪ চরিত্রের জীবন?
শোলাঙ্কি রায়কে দর্শকরা শেষবার ভাগ্যলক্ষ্মী সিনেমায় দেখেছেন। মৈনাক ভৌমিকের সেই ছবিতে তিনি জুটি বেঁধেছিলেন ঋত্বিক চক্রবর্তীর সঙ্গে। এছাড়া বিষহরি সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। আগামীতে প্রতীম ডি গুপ্তর রান্নাবাটি সিনেমায় দেখা যাবে তাঁকে।