সদ্যই মুক্তি পেয়েছে কেশরী চ্যাপ্টার ২। ভারতীয় বক্স অফিসে মোটের উপর ঢিমে তালে সফর শুরু করলেও বিশ্বজুড়ে জুড়ে আয়ের নিরিখে কেশরী চ্যাপ্টার ২ কিন্তু টক্কর দিয়ে দিয়েছে জাট ছবিটিকে। প্রথম দিন গোটা পৃথিবী জুড়ে কত আয় করল এই ছবি?
আরও পড়ুন: ৬০ বছরে সাতপাক! ‘দিলু’দার বিয়েতে দিলওয়ালে দুলহানিয়ার সঙ্গে মিল খুঁজে কী লিখলেন ঋত্বিক?
আরও পড়ুন: 'দাম্পত্যের বিষয়গুলো কীভাবে...' দিলীপ সাতপাকে বাঁধা পড়তেই কী বললেন দোলন-দীপঙ্কর? শুভেচ্ছা ঋদ্ধির
কেশরী চ্যাপ্টার ২ ছবিটির বিশ্বজুড়ে আয়
সচনিল্কের রিপোর্ট অনুযায়ী কেশরী চ্যাপ্টার ২ ছবিটি ভারতীয় বক্স অফিসে ৭ কোটি ৭৫ লাখ টাকা নেট এবং ৯ কোটি ২৫ লাখ টাকা গ্রস আয় করেছে মুক্তি পেতেই প্রথম দিনে। একই সঙ্গে এই ছবিটি ভারতের বাইরে বিশ্বজুড়ে প্রথম দিন বক্স অফিসে ৫ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে। ফলে সবটা মিলিয়ে প্রথম দিনের ব্যবসায় ১৫ কোটি লক্ষ্মীলাভ হয়েছে এই ছবির।
ফলে এখান থেকেই স্পষ্ট হল যতই অক্ষয়ের আগের ছবি স্কাই ফোর্সের তুলনায় কেশরী চ্যাপ্টার ২ পিছিয়ে থাকুক আয়ের নিরিখে জাটকে কিন্তু টক্কর দিয়ে দিল এই ছবি। স্কাই ফোর্স ছবিটি প্রথম দিন বিশ্বজুড়ে ২০ কোটি টাকা আয় করেছিল। অন্যদিকে সানি দেওল অভিনীত জাট ছবিটি মুক্তির দিন বক্স অফিসে ১৪ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছিল।
প্রসঙ্গত, শুক্রবার বক্স অফিসে ১৭.৪০ শতাংশ অকুপেন্সি ছিল এই ছবির হিন্দু ভার্সনে। সকালের শোয়ের ক্ষেত্রে ১২.৬৭ শতাংশ অকুপেন্সি ছিল। দুপুর এবং রাতের শোতে তুলনামূলক বেশি ভিড় হয়েছিল। সেই সময়ের শোগুলোতে ১৯.৭৬ শতাংশ অকুপেন্সি ছিল।
আরও পড়ুন: 'স্বর্গের সিঁড়ি ধরার সহজ রাস্তা', এক রাতে এক কেজি কমাবে! ফুলকির প্রতিজ্ঞায় হেসে খুন নেটপাড়া
আরও পড়ুন: লিমকা বুক অব রেকর্ডসে ‘অতি উত্তম’! কোন নজির গড়ায় এই সাফল্য পেল সৃজিতের ছবি?
কেশরী চ্যাপ্টার ২ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী ২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।