১০ বছরের সব অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের ১৪ অগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। মুক্তির আগে থেকে বক্স অফিসে রেকর্ড গড়েছিল এই ছবি। শুধু তাই নয় এই ছবি মুক্তির পরও যা আয় করছে তা তাক লাগিয়ে দেওয়ার মতো। কিন্তু জানলে অবাক হবেন এই ছবিতে 'রূপা'র চরিত্রে শুভশ্রী গঙ্গোপাধ্যায় নয় বরং শুরুতে কাজ করার কথা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। কিন্তু তারপর তাঁকে আর কেন দেখা গেল না ছবিতে? এবার তা নিয়েই মুখ খুললেন নায়িকা।
আরও পড়ুন: বেগুন ভাজা থেকে পটলের দোর্মা! ‘রক্তবীজ ২’ ছবিকে কীভাবে ব্যাখ্যা করলেন কৌশিক?
একটা সময় মাস মুভির হাত ধরে উঠে এসেছিলেন দেব। খুব অল্প সময়েই হয়ে উঠেছিলেন বাংলার দর্শকদের নয়নের মণি। কিন্তু এই সব মাস ছবি মাঝেই শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে দেব সেই সময় ছক ভাঙা ছবি 'বুনোহাঁস' করেছিলেন। ওই ছবিতে দেবের কাজ দারুণ প্রশংসিত হয়েছিল। তারপরই দেবের সেই সময়ের ছক ভাঙা ছবি 'ধূমকেতু'। আর সেই ছবিতেও প্রথমে শ্রাবন্তীরই কাজ করার কথা ছিল। কিন্তু তা আর হয়ে ওঠেনি।
সম্প্রতি এই প্রসঙ্গে দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন শ্রাবন্তী। তাঁকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে নায়িকা বলেন, ‘ওঁরা নেয়নি আমাকে। ওঁরা হঠাৎ করে আমাকে বলেন। আসলে ওঁদের নিশ্চয়ই কিছু মনে হয়েছিল চরিত্রটা সম্পর্কে। তাছাড়াও দেব-শুভশ্রী জুটির একটা বড় সংখ্যায় ফ্যান রয়েছে। আর ওঁদের দু’জনকে দেখতে দারুণ লেগেছে। আমি ওই জুটির বড় ফ্যান। আমি ওই সময় ওঁদের প্রচুর ছবি দেখেছি। আর সত্যি খুব ভালো লাগে দেখতে। তবে আমি বিশ্বাস করি ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। তাই এটা নিয়ে আমার কোনও সমস্যা নেই। হয়তো এত ভালো নাও হতে পারত আমাদের মতো। আবার ভালোও হতে পারত।
আরও পড়ুন: বস্তিতে বড় হয়েছেন জাহ্নবীর নায়ক! মা'কে নিয়ে বিজনেস ক্লাসের টিকিটে বিদেশ ভ্রমণ, বিশালের স্বপ্নপূরণ
প্রসঙ্গত, ১০ বছর দেব-শুভশ্রীকে একসঙ্গে দেখা যায়নি, একটি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান ছাড়া। কারণ দেব-শুভশ্রী কেবল পর্দায় জনপ্রিয় জুটিই নয়। একটা সময় বাস্তবেও চুটিয়ে প্রেম করতেন তাঁরা। তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। তবে পড়ে মতের অমিল থাকায় পথ হয় আলাদা। নেমে আসে বিচ্ছেদ। যদিও বিচ্ছেদের পরই ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। কিন্তু 'ধূমকেতু'ও সেই সময় নানা জটিলতায় মুক্তি পায়নি।