গত সপ্তাহে ইন্দো-কানাডিয়ান গায়ক তথা বিখ্যাত র্যাপার করণ আঁজলার একটি কনসার্ট আয়োজিত হয়েছিল গুরুগ্রামে। করণের কনসার্ট দেখতে দিল্লিতে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার দর্শক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যতম অভিনেতা বরুণ ধাওয়ানও।
করণের কনসার্টে বরুণ তাঁর আগত সিনেমা বেবি জন-এর প্রচার করতে এসেছিলেন। অনুষ্ঠানে বরুণের এই বিশেষ উপস্থিতি মুগ্ধ করেছিল সকলকে। সবকিছুই ঠিক ছিল কিন্তু কনসার্টের একটি এমন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, যার পর থেকে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় হলেন ভীষণভাবে ট্রোলড।
আরও পড়ুন: লাপাতা লেডিজ' পারে নি, তবে 'সন্তোষ' পেরেছে, অস্কারের মঞ্চে জায়গা পাওয়া এই হিন্দি ছবিটি ঠিক কেমন?
আরও পড়ুন: ‘অন্য ভাষার ছবির জন্য অ্যাডভান্স বুকিং...’ খাদান নিয়ে দেবের সাফাই!
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, কনসার্ট চলাকালীন বরুণ করণের সঙ্গে গানের তালে তালে গান গাওয়ার চেষ্টা করছেন। কিন্তু ভালো করে যদি লক্ষ্য করে দেখেন তাহলে বুঝতে পারবেন বরুণ আদৌ গান গাইছেন না। তিনি শুধুমাত্র লিপ সিঙ্গিং করার চেষ্টা করছেন কিন্তু তাও ভুল। ভিডিয়োয় খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে গোটা ব্যাপারটি।
ভিডিয়োটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই অভিনেতাকে নিয়ে উপহাস শুরু হয়ে যায় দর্শকদের মধ্যে। একজন লিখেছেন, এইভাবে ভুলভাল ঠোঁট নাড়াচাড়া করার কোনও মানে হয় না। অন্য একজন লিখেছেন, বরুনের পরিবর্তে ভিকিকে ডাকা উচিত ছিল। আবার একজন মজা করে লিখেছেন, অভিনেতা বোধ হয় ভেরিয়া ভাষায় গান করছিলেন তাই বোঝা যায়নি।
প্রসঙ্গত, আগামী ২৫ ডিসেম্বর বড় পর্দায় দেখা যাবে বরুণ ধাওয়ানকে। দক্ষিণী পরিচালক অ্যাটলি প্রযোজিত ‘বেবি জন’ সিনেমায় বরুণ ছাড়াও অভিনয় করবেন কীর্তি সুরেশ, ওয়ামিকা গাব্বি, সলমান খান জ্যাকি শ্রফ সহ আরও অনেকে।
আরও পড়ুন: ‘বাইরে ব্যক্তিগত শোক প্রকাশ করা চলবে না’, বড় মেয়ের মৃত্যু নিয়ে অকপট মৌসুমী
তবে শুধু বরুণ ধাওয়ান নয়, করণের কনসার্টে হাজির ছিলেন অন্যতম বিখ্যাত র্যাপার বাদশা। তবে অনুষ্ঠানে হাজির হওয়ার আগেই একটি বিপদে পড়েছিলেন তিনি। রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানোর অপরাধে ১৫,৫০০ টাকার ফাইন দিতে হয়েছিল বাদশাকে। একটি বা দুটি নয়, একেবারে তিন তিনটি গাড়ি রাস্তার ভুল দিক দিয়ে চালানো হচ্ছিল বলে, মোটা টাকার জরিমানা দিতে হয়েছিল গায়ককে।