বাংলা নিউজ > বায়োস্কোপ > Tiger 3 Advance Booking: মুক্তির আগেই ভাইজানের খেল! অগ্রিম টিকিট বিক্রিতে ১২ কোটির ওপর কালেকশন সলমনের ছবির
পরবর্তী খবর
Tiger 3 Advance Booking: মুক্তির আগেই ভাইজানের খেল! অগ্রিম টিকিট বিক্রিতে ১২ কোটির ওপর কালেকশন সলমনের ছবির
1 মিনিটে পড়ুন Updated: 10 Nov 2023, 10:41 AM ISTSubhasmita Kanji
Tiger 3 Advance Booking: আর মোটে দুটো দিন। তারপরই দীপাবলির আনন্দ দ্বিগুণ করতে মুক্তি পাচ্ছে টাইগার ৩। ইতিমধ্যেই এই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে।
১২ কোটি ছাপিয়ে গেল টাইগার ৩ অগ্রিম বুকিং!
যশরাজ স্পাই ইউনিভার্সের আগামী ছবি মুক্তির আর মাত্র কয়েক দিন বাকি। তারপরই দীপাবলি আনন্দ দ্বিগুণ করতে আসছেন স্বয়ং ভাইজান। আগামী ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে টাইগার ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি, টাইগার ৩। ইতিমধ্যেই এই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। আর বলাই বাহুল্য এটা এযাবৎকালের সেরা ছবি হতে চলেছে দীপাবলির। ইতিমধ্যেই প্রথম দিনের অ্যাডভান্স বুকিং থেকে এই ছবি ১২.৪৩ কোটি টাকা লাভ করে নিয়েছে এমনটাই সচনিল্কের রিপোর্ট জানানো হয়েছে।
টাইগার ৩ এর অ্যাডভান্স বুকিং
রিপোর্ট অনুযায়ী টাইগার ৩ যেদিন মুক্তিপাচ্ছে সেদিনের ৪,৬২,৩২৭ টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে ৪,৩৫,৯১৩ টি টিজির কেবল হিন্দি ২ ডি ভার্সনের। অন্যদিকে তেলুগু ২ ডি ভার্সনের ১৪,১৫৮ টা টিকিট বিক্রি হয়েছে অগ্রিম। আইম্যাক্স বিশেষ পিছিয়ে নেই। এখানেও প্রথম দিনের জন্য ৮২০৩ টি টিকিট বিক্রি হয়েছে।
তবে দুঃখের বিষয় এটাই যে ভাইজানের এই ছবি ভারতের কয়েকটি পড়শি দেশে মুক্তি পাবে না। ওমান এবং কুয়েতে আসছে না এই ছবি। খুব সম্ভবত ক্যাটরিনা কাইফের তোয়ালে সিনের জন্যই সেখানে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই ছবিকে।