
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পাঠান ছবির পর এবার টাইগারের পালা। সমস্ত অপেক্ষায় অবসান ঘটিয়ে দীপাবলির সময়ই মুক্তি পাচ্ছে সলমন খানের টাইগার ৩। ১২ নভেম্বর মুক্তি পাচ্ছে ভাইজানের ছবি। এখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন ইমরান হাশমি, ক্যাটরিনা কাইফ। এই ছবিটি যে কেবল সলমন এবং ইমরানকে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে লিপ্ত হতে দেখা গিয়েছে এমনটা একদমই নয়, রয়েছে ক্যাটরিনা কাইফের টাফ লুকও। তাঁকে তোয়ালে পরে মারপিট করতে দেখা যাবে টাইগার ৩।
আবারও জোয়া হয়ে ফিরতে চলেছেন ক্যাটরিনা। সলমন খানের এই ছবিতে দুর্ধর্ষ মারপিটের দৃশ্যে দেখা যাবে ক্যাটরিনাকে। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে ক্যাটরিনা ওরফে জোয়া মুখোমুখি মিশেল লি যাঁকে ব্ল্যাক উইডো বা বুলেট ট্রেন ছবিতে দেখা গিয়েছে।
এই অ্যাকশন দৃশ্য প্রসঙ্গে মিডডেকে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্যাটরিনা জানান ২০২১ সালের সেপ্টেম্বর মাসে তুরস্কে সিনটি ক্যাপচার করা হয়। এটা কেবল একটা সাধারণ অ্যাকশন দৃশ্য নয়। এই দৃশ্যের জন্য ক্যাটরিনা এবং মিশেল বহুদিন ধরে অ্যাকশন ডিরেক্টর সি ইয়ংয়ের কাছে প্রশিক্ষণ নিয়েছেন। লাথি মারা থেকে পাঞ্চ সহ অনেক কিছুই দেখা যাবে এই দৃশ্যে।
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে আদুরে পোস্ট আলিয়ার, রাহাকে 'আমাদের ছোট্ট বাঘ' আখ্যা দিয়ে কী লিখলেন?
আরও পড়ুন: 'কলকাতায় কেবল বাংলা গানই বাজবে' ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর দাবি বাংলা পক্ষের
ক্যাটরিনার মতে এমন দৃশ্য এর আগে কোনও ভারতীয় ছবিতে দেখা যায়নি। দুজন মহিলাকে এমন অ্যাকশন দৃশ্যে এর আগে দেখা যায়নি বলেই তিনি জানান। ক্যাটরিনা আরও জানান তাঁর ভীষণ ভালো লাগে এই ধরনের চরিত্র করতে, এতে যেমন রিস্ক আছে, তেমন কিছু করে দেখানোর স্কোপ থাকে।
ইতিমধ্যেই টাইগার ৩ ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে গিয়েছে। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত শো রাখা হয়েছে এই ছবির। যশরাজ স্পাই ইউনিভার্সের পরবর্তী এবং টাইগার ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি এটা। এখানে পাঠান হিসেবে শাহরুখ এবং কবীর হিসেবে হৃতিক রোশনকে দেখা যাবে বলেই জানা যাচ্ছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports