জি বাংলায় আজ, অর্থাৎ ১৯ এপ্রিল শুক্রবার শেষ হচ্ছে দুটি মেগা। দুই ধারাবাহিক শেষ হওয়ার খবরে রীতিমতো মাথায় হাত দর্শকদের। তা কোন দুটি শেষ করা হচ্ছে, তাও আবার একই দিনে?
দুপুরের স্লটে আসা পূবের ময়না আর অমর সঙ্গীর শেষ সম্প্রচার আজই। আর দুটো ধারাবাহিকই শেষ হচ্ছে একেবারে সুখবরের সঙ্গে। পূবের ময়নাতে দেখা যাবে গুঞ্জার কাঁটা সরে যাবে পথ থেকে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে বিয়ে করে নেবে রোদ্দুর আর ময়না। আর অন্য দিকে, অমর সঙ্গী ধারাবাহিকে রাজ ও শ্রীর মিল তো হয়েই গিয়েছিল। শেষ দিনে, তাঁদের কোলে আসবে ফুটফুটে এক সন্তান।
জি বাংলায় অমর সঙ্গী সিরিয়ালে মুখ্য চরিত্রে ছিলেন নীল মুখোপধ্যায় ও শ্যামৌপ্তি সাহা। অন্য দিকে, পূবের ময়নায় লিড রোলে অভিনয় করেন ঐশানী দে ও গৌরব রায়চৌধুরী।
আরও পড়ুন: ১ম বার বাঙালি জিতলেন ইন্ডিয়ান আইডল, এবার বাংলা ছেড়ে পাকাপাকি মুম্বই থাকবেন মনসী?
জি বাংলায় আসছে নতুন মেগা:
এখন প্রশ্ন হল, আচমকা কেন শেষ করা হল এই দুটো ধারাবাহিক। কোন সিরিয়াল দেখা যাবে সেই জায়গায়? যদিও এখনও কোনো ঘোষণা আসেনি চ্য়ানেলের তরফ থেকে। তবে খবর, সেখানে রিপিট টেলিকাস্টই করা হবে। কারণ দুপুরের সিরিয়ালের টিআরপি কম থাকায়, সেখানে নতুন ধারবাহিক চালানো বেশ চাপের হয়ে যাচ্ছিল চ্য়ানেলের তরফ থেকে।
তবে জি বাংলায় ইচ্ছেধারী নাগকন্যা নামের একটি ধারাবাহিক আসার কথা রয়েছে। এর মধ্যে প্রোমোও শ্যুট হয়ে গিয়েছে। যদিও নায়ক-নায়িকা কে থাকবে, তা জানানো হয়নি। শুধু একটা আভাস দেওয়া হয়েছে। ভিএফএক্স দিয়ে তৈরি ভিডিয়োতে দেখা গিয়েছে যে, এক পূর্ণিমার রাতে একে-অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে দুটি সাপ। দেখা যাচ্ছে একটি শিবমূর্তিও। প্রথমে মনে করা হয়েছিল ডাবিং করে ছাড়া হবে ইচ্ছেধারী নাগকন্যা। কিন্তু পরে জানা যায় যে, ডাবিং হচ্ছে না। তবে এটি বাংলায় অন্য ভাষা থেকে রিমেক।