
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অক্ষর প্যাটেলের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালস এই মুহূর্তে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল ২০২৫-এর পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। দিল্লির পরবর্তী ম্যাচ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটানসের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে ক্যাপিটালসের তারকা ব্যাটার লোকেশ রাহুল দলের মেন্টর কেভিন পিটারসেনকে রোস্ট করতে পিছপা হলেন না। এক্ষেত্রে রাহুলের মন্তব্য আপনাকে হাসতে বাধ্য করবে।
দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানস ম্যাচের আগে, শুক্রবার সন্ধ্যায় অনুশীলনের সময় গুজরাট টাইটানসের ক্যাপ্টেন শুভমন গিলের কুশল সংবাদ নিতে দেখা যায় কেভিন পিটারসেনকে। ‘হ্যালো, কেমন আছো ভাই? সবকিছু ঠিকঠাক তো?’ গিলকে এগিয়ে আসতে দেখেই জিজ্ঞাসা করেন পিটারসেন।
এর পরেই কথোপকথন ঘুরে যায় কেভিন পিটারসেনের দিকে, যিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর হিসেবে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করছিলেন। ‘মেন্টর আসলে কী? কেউ জানে কি?’ পিটারসেনকে বলতে শোনা যায়।
ঠিক তখনই আলোচনায় ঢুকে পড়েন লোকেশ রাহুল, যিনি অনুশীলনের প্রস্তুতি নিচ্ছিলেন। লোকেশ কেপিকে রোস্ট করার সুযোগ হাতছাড়া করেননি। রাহুল প্রাক্তন ব্রিটিশ তারকাকে খোঁচা দিয়ে তাঁর সাম্প্রতিক মলদ্বীপ ভ্রমণের প্রসঙ্গ উত্থাপন করেন। রাহুল বলেন, ‘মেন্টর হলেন এমন একজন ব্যক্তি, যিনি মরশুমের মাঝে দু’সপ্তাহের জন্য মলদ্বীপে যান।'
দিল্লি ক্যাপিটালস পিটারসেনকে লোকেশের রোস্ট করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ক্যাপশনে লেখে, ‘ধন্যবাদ কেএল, এখন আমরা জানি একজন মেন্টর কী করে।’
ভিডিয়োটির কমেন্টে কেভিন পিটারসেন লেখেন, 'মেন্টর হলেন একজন ক্রিকেট দলের জ্ঞানী ও বুদ্ধিমান গাইড, যিনি কৌশলগত প্রতিভার সঙ্গে ছুটির পরিকল্পনার এক রহস্যময় মিশ্রণের মাধ্যমে দলকে ব্যাট দোলানোয় সেভাবেই পারদর্শী করে তোলেন, ঠিক যেভাবে তারা দোলনায় দোল খায়। সুইচ হিটের বিরল কৌশল শেখানোর ক্ষতার পাশাপাশি মাঝ মরশুমের বিরতিতে বেড়ানোর সেরা ডিল খুঁজে দেন মেন্টর। এমনকি তাঁর এক হাতে ক্লিপবোর্ড ও অন্য হাতে ট্রাভেল ব্রোশিওর দেখা যায়।
দিল্লি ক্যাপিটালসের মেন্টর কেভিন পিটারসেন সম্প্রতি তাঁর পুরো পরিবারের সঙ্গে মলদ্বীপে গিয়েছিলেন। ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হোম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে উপস্থিত ছিলেন না তিনি। তবে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে পিটারসেন দিল্লির ডাগআউটে ছিলেন, ক্যাপিটালস যে ম্যাচ সুপার ওভারে জিতে নেয়।
আইপিএল ২০২৫-এর ঠিক আগে পিটারসেনকে মেন্টর হিসেবে নিয়োগ করে দিল্লি ক্যাপিটালস। ফ্র্যাঞ্চাইজি হেমাঙ্গ বাদানিকে নিয়োগ করে হেড কোচ হিসেবে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports