নিম ফুলের মধু ধারাবাহিকে ‘বাবুর মা’ হয়ে দর্শক মনে জয়গা করে নিয়েছেন অরিজিতা মুখোপাধ্যায়। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র সৃজন ও পর্ণা অর্থাৎ রুবেল ও পল্লবী, দর্শকদের থেকে যতটা ভালোবাসা পেয়েছেন, ঠিক ততটাই অরিজিতা। 'পর্ণা'র শাশুড়ি 'কৃষ্ণা'র রেশ তাই তো কেটেও কাটছে না।
তবে এবার বদলে যাচ্ছে ‘বাবুর মা’-এর ছেলে। স্টার জলসার 'তেঁতুলপাতা'য় ক্যামিও চরিত্রে দেখা গেলেও, অল্পে মন ভরেনি অরিজিতার দর্শকদের। বর্তমানে অরিজিতাকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকে।
আরও পড়ুন: আজই শেষ সম্প্রচার জি বাংলার এই ২ মেগার! কাদের পুড়ল কপাল, জানতেই পড়ল মাথায় হাত
সোনার বর অর্থাৎ রুডির মায়ের চরিত্রে দেখা যাচ্ছে অরিজিতাকে। আর অরিজিতার চরিত্রের নাম কুন্তলা কুমার। দেখতে দেখতে ৩ বছর হতে চলল অনুরাগের ছোঁয়ার। এবার তাতেই সামিল হলেন অভিনেত্রী।
অরিজিতা আজকালকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নতুন চরিত্র কুন্তলা কুমারকে নিয়ে বললেন, ‘চরিত্রের দিক থেকে বিচার করলে এটা ক্যামিও নয়। এর অনেকখানি প্রভাব পড়বে গল্পে। আশা করছি দর্শকদের আলোচনাতেও আসতে পারব। ওঁরা খুব পছন্দও করবেন।’
যদিও অরিজিতা বর্তমানে নিজেকে শুধু ছোট পর্দায় আটকে রাখেননি। বড় পর্দাতেও কাজ করেছেন। সৃজিত মুখোপাধ্যায়ের 'এক্স=প্রেম'-এ দেখা গিয়েছিল অরিজিতাকে। সম্প্রতি, 'কিলবিল সোসাইটি'তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অরিজিতা। প্রশংসিতও হয়েছে তাঁর কাজ।
আরও পড়ুন: ১ম বার বাঙালি জিতলেন ইন্ডিয়ান আইডল, এবার বাংলা ছেড়ে পাকাপাকি মুম্বই থাকবেন মনসী?
অনুরাগের ছোঁয়া সম্পর্কে:
সূর্য-দীপা আর তাদের দুই মেয়ে সোনা ও রূপাকে নিয়ে অনুরাগের ছোঁয়ার গল্প। আচমকাই রুডিকে বিয়ে করে সোনা। এদিকে, রুডি বউয়ের সামনে ভালোমানুষের মুখোশ পড়ে থাকলেও, অনবরত চেষ্টা করে সূর্য ও দীপার ক্ষতির। কদিন আগে সে গাড়ি চাপা দিয়ে মারারও চেষ্টা করে সূর্যকে। তবে রুডির কেন এত রাগ, কী পরিচয়, তা এখনও স্পষ্ট নয়। এবার ভিলেনের মায়ের চরিত্রে অরিজিতা মুখোপাধ্যায় কী খেল দেখান, সেটাই দেখার।
অরিজিতার কথায়, ‘এই মহিলা (অনুরাগের ছোঁয়ায় তাঁর চরিত্র) খুব প্রভাবশালী আর রহস্যময়ী। খুব তাড়াতাড়ি দর্শক এর আসল রূপ দেখতে পাবেন।’