আইপিএল (IPL 2025)-এ আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস দল। এই ম্যাচে যেই দলই জিতবে প্লে অফের দিকে এক পা এগিয়ে যাবে তাঁরা। এই মূহূর্তে দিল্লির স্থান পয়েন্ট টেবিলে সব থেকে ভালো জায়গায়, তাঁরা রয়েছে ১ নম্বরে। পয়েন্ট তাঁদের ১০। অর্থাৎ আর তিনটে ম্যাচ জিতলেই প্লে অফ কার্যত নিশ্চিত হয়ে যাবে রাজধানীর ফ্র্যাঞ্চাইজির।
অন্যদিকে গুজরাট টাইটান্সের ডেরায় হবে এই ম্যাচ। তাই পয়েন্ট তালিকায় তিন নম্বরে থাকা দলের ক্রিকেটাররা চেষ্টার কোনও কসরত রাখবে না এই ম্যাচে জয় তোলার। আপাতত তাঁদের পয়েন্ট সংখ্যা ৮। ঘরের মাঠে ম্যাচ হওয়ায় এমনিতে সব দলেরই সমর্থকরা তাঁদের প্রিয় দলের খেলা দেখতে মাঠ ভরিয়ে থাকে, কিন্তু আহমেদাবাদে পরিস্থিতি কিছুটা আলাদা।
ভারতে গরমকালে গুজরাটে ব্যাপক গরম থাকে। অর্থাৎ উচ্চ তাপমাত্রার জন্য সেখানে এমনিতেই দুপুরের দিকে মানুষ কমই রাস্তায় বেরোয়। এদিকে আজ অর্থাৎ শনিবার সেখানেই রয়েছে ম্যাচ, তাও আবার দুপুরবেলায়। ফলে ক্রিকেটারদের যে নাভিশ্বাস অবস্থা হবে, সেকথা বলাই বাহুল্য। দর্শকদের অবস্থাও একইরকম হবে,কিন্তু তাঁদের নিয়ে ভাবার তো লোকের অভাব রয়েছে। কারণ ক্রিকেটারদের জল, বরফ, ফিজিও, মেডিক্যাল টিম সবই থাকে।
এবার গুজরাট টাইটান্সের হোম ম্যাচের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নিল তাঁদের ম্যানেজমেন্ট। এমনিতেই আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম বিশ্বের মধ্যে বৃহত্তম। সেখানে তাই যতই দর্শক আসুক না কেন মনে হয় ফাঁকা। তার মধ্যে অত্যাধিক গরম এবং দুপুরে খেলা পড়ার জন্য শনিবারের ম্যাচের টিকিট খুব বেশি বিক্রি হয়নি। এই আবহেই তাঁরা দর্শকদের কথা মাথায় রেখেই একাধিক অভিবন পরিষেবা দেওয়ার কথা চিন্তাভাবনা করল।
গুজরাট টাইটান্সের ম্যানেজমেন্টের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দর্শকদের জন্য এক বিশেষ ফ্যান রাখা থাকবে স্ট্যান্ডে। যাতে গ্যালারি কিছুটা ঠান্ডা রাখা যায় প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রায়। এছাড়াও সান স্ক্রিনের ব্যবস্থাও রাখা হচ্ছে। পর্যাপ্ত জলের পাশাপাশি দর্শকদের জন্য ওআরএসের ব্যবস্থা করছে হোম টিমের আয়োজক গুজরাট টাইটান্স ম্যানেজমেন্ট। পাশাপাশি দর্শকদের মধ্যে কেউ যদি অসুস্থ বোধ করেন সেক্ষেত্রে প্রত্যেক ব্লকের জন্য আলাদা আলাদা মেডিক্যাল ইউনিট রাখার কথাও ভাবছে তাঁরা। এছাড়াও দর্শকদের জন্য আলাদা অ্যাম্বুল্যান্সও রাখার কথা চলছে। অর্থাৎ খেলা উপভোগ করতে এসে কেউ যাতে বিপদে না পড়েন, সেই ব্যবস্থাই রাখছে শুভমন গিলের দল।