২০০৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন। ২০১১ সালে আরাধ্যাকে জন্ম দেন ঐশ্বর্য। সেই ছোট্ট আরাধ্যা এখন রীতিমতো যুবতী। তবে এখন যেখানে প্রায় প্রত্যেক তারকাই প্রথম সন্তান জন্মের কয়েক বছরের মধ্যেই দ্বিতীয় সন্তান নিয়ে নিচ্ছেন, সেখানে একটি মাত্র সন্তানকে নিয়েই খুশি অভিষেক এবং ঐশ্বর্য।
দ্বিতীয় সন্তান নিয়ে কি কোনওদিন কোনও চিন্তা-ভাবনা করেননি এই তারকা জুটি? সেই উত্তরই পাওয়া গেল সম্প্রতি ভাইরাল হওয়া একটি পুরনো ভিডিয়ো থেকে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে সেটি বেশ কয়েক বছরের পুরনো। ভিডিয়োয় যে সেট দেখা যাচ্ছে সেটি অনেকটা আপ কি আদালত শোয়ের আঙ্গিকে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: 'এ এক...', ইরফানের সঙ্গে তুলনা টানায় কী বললেন জয়দীপ?
আরও পড়ুন: রণবীরকে 'গসিপ কিং' বলায় রেগে কাঁই আলিয়া! আচমকাই পুরোনো ভিডিয়ো
প্রশ্ন উত্তরের ফাঁকে রীতেশকে বলতে শোনা যায়, ‘আপনাদের পরিবারে মিস্টার অমিতাভ বচ্চন, ঐশ্বর্য, আরাধ্যা, অভিষেক সবার নামের প্রথম অক্ষর A দিয়ে শুরু হয়। তাহলে জয়া আন্টি এবং শ্বেতা এমন কি করল?’ রীতেশের কথায় হেসে লুটোপুটি খান অভিষেক।
হাসতে হাসতে অভিষেক বলেন, ‘ওরা কি করেছে সেটা তো আমি বলতে পারব না। ওরাই বলতে পারবে’। অভিষেকের কথার মাঝেই রীতেশ বলেন, ‘না মানে আপনাদের বংশ পরম্পরায় সকলের নামের প্রথম অক্ষর A দিয়ে শুরু হয়। যেমন অমিতাভ, অভিষেক, আরাধ্যা। এরপর?’
অভিষেক বলেন, ‘এরপর আবার নতুন প্রজন্ম যে আসবে তার নামের প্রথম অক্ষর A দিয়ে রাখা হবে হয়তো।’ রীতেশ তখন মজাদার ভঙ্গিতে বলেন, ‘আরে অতদূর কে যাচ্ছে। এই ধরনের রিতেশ, রিয়ান, রাহিল। ঠিক তেমনি অভিষেক, আরাধ্য আর ??’ রীতেশ কি বলতে চাইছেন সেটা বুঝতে পেরে লজ্জায় লাল হয়ে গিয়ে অভিষেক বলেন, ‘আমি অনেক বড়, এটা তো মাথায় রাখো অন্তত।’ অভিষেকের কথা শেষ হতেই রীতেশ টুক করে অভিষেককে প্রণাম করেন আর এখানেই শেষ হয়ে যায় ভিডিয়ো।
আরও পড়ুন: 'এ তো বাবা-মায়ের মধ্যে একজনকে...', দুই রণবীরের মধ্যে কাকে বেছে নিলেন দীপিকা?
আরও পড়ুন: ব্যবসায়ী আরিয়ান! পানীয়ের ব্র্যান্ড লঞ্চ করতে কলকাতায় আসছেন শাহরুখ পুত্র, কবে?
প্রসঙ্গত, গত বছর থেকে অভিষেক এবং ঐশ্বর্যের বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়েছিল সর্বত্র। তবে আপাতত সবকিছু ঠিক আছে বলেই মনে করছেন সকলে। মেয়ের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে অভিষেক এবং ঐশ্বর্যকে।