Rahul Dravid on Sanju Samson: রাজস্থান রয়্যালসের প্রধান কোচ রাহুল দ্রাবিড় স্পষ্টভাবে অস্বীকার করেছেন যে অধিনায়ক সঞ্জু স্যামসনের সঙ্গে তার কোনও মতবিরোধ তৈরি হয়েছে। তিনি সাম্প্রতিক জল্পনাকে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে জানান, দলের সকলেই একতাবদ্ধভাবে আইপিএল ২০২৫ জয়ের লক্ষ্যে এগোচ্ছে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচের পরে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। সেই ফুটেজে দেখা যায়, সুপার ওভারের আগে রাহুল দ্রাবিড় সহকারী কোচ এবং কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে আলোচনায় ব্যস্ত। তখন একজন খেলোয়াড় সঞ্জু স্যামসনকে আলোচনায় যোগ দিতে ইঙ্গিত করেন, কিন্তু স্যামসন হাত দেখিয়ে তা প্রত্যাখ্যান করেন এবং দূরে থেকেই দাঁড়িয়ে থাকেন।
এই দৃশ্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় যে, দলের মধ্যে বিভেদ দেখা দিয়েছে। কেউ কেউ দাবি করেন স্যামসনের অধিনায়কত্ব বিপদের মুখে পড়েছে। আবার কেউ কেউ সঞ্জু স্যামসনকে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়ার সম্ভাবনাকে উস্কে দিয়েছেন এবং CSK-র সঙ্গেও সঞ্জুর যুক্ত হওয়ার নানা তত্ত্বকে ছড়িয়ে দিয়েছেন।
আরও পড়ুন … ইস্টবেঙ্গলের হয়ে ট্রফি গ্রহণ ক্রীড়ামন্ত্রীর! আদৌও সেটা হয়? কী আছে ফিফার প্রথায়?
এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন রাহুল দ্রাবিড়-
সাংবাদিক সম্মেলনে এসে এই বিষয়ে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমি জানি না এসব খবর কোথা থেকে আসছে। সঞ্জু এবং আমি একই লক্ষ্যে কাজ করছি।’ দ্রাবিড় আরও বলেন, ‘ও আমাদের দলের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। প্রতিটি সিদ্ধান্তে ও জড়িত থাকে। কখনও কখনও ম্যাচ হারলে বা কিছু ভুল হলে সমালোচনা আসবেই, আমরা পারফরম্যান্স নিয়ে সমালোচনা মেনে নিতে পারি। কিন্তু এইসব ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে কিছু বলার নেই। দলের মনোভাব দুর্দান্ত, ছেলেরা খুব পরিশ্রম করছে। লোকজন বুঝতে পারে না, পারফর্ম করতে না পারলে খেলোয়াড়রা কতটা কষ্ট পায়।’
আরও পড়ুন … রোহিত শর্মায় আচ্ছন্ন ট্র্যাভিস হেড! IPL 2025-এ MI vs SRH ম্যাচে দেখা গেল অবাক করা ছবি
রাজস্থান রয়্যালস এখনও প্লে-অফের দৌড়ে রয়েছে এবং এখন দলের লক্ষ্য আবার ক্রিকেটে মনোযোগ ফেরানো। তারা তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। যেখানে রাজস্থান জয়ের লক্ষ্যে ফেরার চেষ্টা করবে। দিল্লিতে পাওয়া কঠিন পরাজয়ের পরে ঘুরে দাঁড়াতে চাইবে দ্রাবিড়-সঞ্জুর রাজস্থান।