সদ্যই সাতপাকে বাঁধা পড়লেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা বৈদিক মতে সাতপাকে বাঁধা পড়লেন প্রেমিকা তথা বিজেপি মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে। ৬০ বছর বয়সে বিয়ে করায় তীব্র কটাক্ষের শিকার হতে হয়েছে তাঁকে। এদিন সেই প্রসঙ্গে কী জানালেন উষসী চক্রবর্তী?
আরও পড়ুন: 'দাম্পত্যের বিষয়গুলো কীভাবে...' দিলীপ সাতপাকে বাঁধা পড়তেই কী বললেন দোলন-দীপঙ্কর? শুভেচ্ছা ঋদ্ধির
আরও পড়ুন: ৬০ বছরে সাতপাক! ‘দিলু’দার বিয়েতে দিলওয়ালে দুলহানিয়ার সঙ্গে মিল খুঁজে কী লিখলেন ঋত্বিক?
দিলীপ ঘোষের বিয়ে নিয়ে কী বললেন উষসী?
রাজনৈতিক মতাদর্শ আলাদা তাঁদের। এক বাম সমর্থক, আরেকজন পদ্ম শিবিরের নেতা। কিন্তু রাজনৈতিক মতাদর্শ ভুলে দিলীপ ঘোষ সাতপাকে বাঁধা পড়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী উষসী চক্রবর্তী। শুধু তাই নয়, দিলীপ ঘোষের বিয়ের কথা প্রকাশ্যে আসার পর থেকে যে পরিমাণ কুৎসা, কদর্য আক্রমণ করা হচ্ছে তাঁকে, কটাক্ষ চলছে নেটপাড়ায় সেটার বিরুদ্ধেও সরব হলেন পর্দার জুন আন্টি।
এদিন বিজেপি নেতার বিয়ে প্রসঙ্গে আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে উষসী চক্রবর্তী বলেছেন, 'বিয়েটা তো ব্যক্তিগত বিষয় একটা, তাই কটাক্ষ এবং তির্যক মন্তব্য নিয়ে একটাই কথা বলার সমাজের এখানে এত মাথা ঘামানোর দরকার নেই। আর ওঁকে অভিনন্দন জানাই। এছাড়া বলার কিছু নেইম।'
কিন্তু কেন বিয়ে করায় কটাক্ষ, বিদ্রূপ করা হচ্ছে দিলীপ ঘোষকে? এই বিষয়ে উষসী চক্রবর্তী বলেছেন, 'অনেকেই দিলীপ ঘোষের রাজনীতি পছন্দ করেন না। আর সেই অপছন্দই এই সমস্ত কটাক্ষ, বিদ্রূপ, মন্তব্যের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। আমিও ওঁর রাজনীতি পছন্দ করি না। দেশের জন্য মোটেই ভালো নয় ওঁর রাজনীতি। কিন্তু উনি ব্যক্তিগত জীবনে কী করবেন, কী করবেন না, কত বছর বয়সে বিয়ে করবেন এসব নিয়ে কারও কিছু বলার থাকতে পারে না। এটা সম্পূর্ণ ওঁর সিদ্ধান্ত। বিয়ের কোনও নির্দিষ্ট বয়স আছে বলে আমি মনে করি না।'
আরও পড়ুন: প্রথম দিনের নিরিখে জাটকে ছাপিয়ে গেল কেশরী চ্যাপ্টার ২! বিশ্বজুড়ে কত আয় করল অক্ষয়ের ছবি?
প্রসঙ্গত আঠারোই এপ্রিল নিজ বাসভবনে সাতপাকে বাঁধা পড়লেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। বৈদিক মতে তাঁদের বিবাহ সম্পন্ন হয়েছে। প্রকাশ্যে এসেছে সিঁদুর দানের ছবি। জানা গিয়েছে রিঙ্কু মজুমদারের একটি সন্তান আছে। তাঁর বয়স ৫১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিজেপির মহিলা মোর্চার সঙ্গে যুক্ত। নিউটাউনের বিজেপি মহিলা মোর্চার নেত্রী তিনি। দিলীপই নাকি রিঙ্কুকে বিজেপির মহিলা মোর্চায় নিয়ে এসেছিলেন। সম্প্রতি ইডেন গার্ডেন্সে আইপিএল ম্যাচের সময় দিলীপ ঘোষ আর রিঙ্কুর বিয়ের পাকা কথা হয় বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে।