দিশা পাটানির বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টার। সর্বশেষ প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, অভিনেত্রী দিশা পাটানির বরেলির বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত দুই ব্যক্তিকে পুলিশ এনকাউন্টারে হত্যা করেছে। এই ঘটনার তদন্তে দিল্লি পুলিশ ও উত্তর প্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স (STF) একটি যৌথ অভিযান চালায়। বুধবার রাতে গাজিয়াবাদের ট্রোনিকা সিটিতে এই এনকাউন্টার হয়।
আরও পড়ুন: ফিরছে আবির সোহিনী জুটি, বড়পর্দায় ডেবিউ দিব্যানীর, সৃজিতের ছবিতে আছে আরও চমক, কী কী?
পুলিশ জানিয়েছে, নিহত দুই অভিযুক্তের নাম রবীন্দ্র (হরিয়ানার বাসিন্দা) এবং অরুণ (হরিয়ানার বাসিন্দা)। তারা গোল্ডি ব্রার-রোহিত গোদারা গ্যাংয়ের সদস্য ছিল। এনকাউন্টারের পর তাদের কাছ থেকে একটি পিস্তল ও কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।
ঘটনার বিবরণ:
গত ১২ সেপ্টেম্বর, ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ দুই বাইক আরোহী দিশা পাটানির বরেলির বাড়িতে একাধিক রাউন্ড গুলি চালায়। সেই সময় দিশা বাড়িতে না থাকলেও, তার বাবা-মা এবং ভাইবোন ভিতরে ছিলেন। এই ঘটনার পর গোল্ডি ব্রার গ্যাং সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করে।
তদন্ত শুরু হওয়ার পর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পুলিশ বিভিন্ন রুটের সিসিটিভি ফুটেজ এবং পার্শ্ববর্তী রাজ্যগুলির অপরাধের রেকর্ড বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে একটি যৌথ দল অভিযুক্তদের মুখোমুখি হয়। সেই সময় অভিযুক্তরা পুলিশের দিকে গুলি চালায়। পাল্টা গুলিতে দুই অভিযুক্ত গুরুতর আহত হয় এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। এই এনকাউন্টারে দিল্লি পুলিশের একজন সাব-ইন্সপেক্টর এবং একজন হেড কনস্টেবল সহ চারজন পুলিশ কর্মী আহত হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হামলার মূল উদ্দেশ্য ছিল সমাজে ভয় ও আতঙ্ক ছড়ানো। দিশা পাটানির বোন খুশবু পাটানির একটি বিতর্কিত মন্তব্যের সঙ্গে এই হামলার যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। খুশবু একজন আধ্যাত্মিক বক্তার কিছু মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন, যদিও পরে তার মন্তব্য ভুল ভাবে প্রচারিত হয়েছিল। এই ঘটনার পর থেকেই গোল্ডি ব্রার গ্যাংয়ের পক্ষ থেকে হুমকি আসছিল।