ছোট পর্দার জনপ্রিয় মুখ সুস্মিতা রায়। তবে চলতি মাসেই তাঁর স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। সব্যসাচী পেশায় একজন সাংবাদিক। তবে এছাড়াও সব্যসাচীর আরও একটা পরিচয় হল তিনি জনপ্রিয় অভিনেতা সায়ক চক্রবর্তীর দাদা। তবে তাঁদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনরা নানা ভাবে চর্চা শুরু করেছিলেন। কিছু কিছু ক্ষেত্রে সুস্মিতার মা-কেও দায়ী করা হচ্ছে। এবার এই সবটা নিয়ে সরব হলেন নায়িকা।
টলিটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রীর থেকে জানতে চাওয়া হয় কেন জন্মদিনে তাঁরা বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন? এই প্রশ্নে তিনি বলেন, ‘এটা সব্যসাচীর সিদ্ধান্ত ছিল। একটা বিশেষ দিন লাগবে এই খবরটা সকলের সামনে আনার জন্য, তাই ওই দিনটাকেই বেছে নেওয়া হয়।’ তবে জন্মদিনে বিচ্ছেদ ঘোষণা করা হয় তা খুব একটা চাননি সুস্মিতা। তাঁর কথায়, ‘আমি আর একটু পরে চেয়েছিলাম। কিন্তু সেই যখন দু’দিন পরেই বলতে হবে, আর মানুষজন এত প্রশ্ন করছিলেন, তো সেই জায়গা থেকে আমাদের একটা দায়বদ্ধতা রয়েছে।'
আরও পড়ুন: সায়ক চক্রবর্তীর দাদা ও 'কুটনি বৌদি’র ডিভোর্স! বিয়ে ভাঙছে অভিনেত্রী সুস্মিতার
তবে তাঁদের এই বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর থেকে নানা কটাক্ষের মুখে পড়তে হয় তাঁদের। বিশেষ করে সুস্মিতার মা-কে। এই প্রসঙ্গে নায়িকা বলেন, ‘আমরা জানিয়েছিলাম এটা আমাদের সমবেত সিদ্ধান্ত। কিন্তু আমাদের সংসারের মধ্যে আমরা যখন থাকি একসঙ্গে, তখন আমাদের মধ্যে কী চলছে সেটা শুধু মাত্র আমরাই জানি, আমাদের পরিবারের মানুষরা জানেন। যাঁরা ভ্লগ দেখেন তাঁরা তো সবটা জানেন না। কারণ সবটা তো আমারা ভ্লগে তুলে ধরি না। তাই আমরা বলেই ছিলাম এটা নিয়ে কাঁটাছেঁড়া বন্ধ করা হোক। কিন্তু তাতেও সকলের কথা থামে না। শুধু তাই নয় আমার মা-কে নানা ভাবে কটাক্ষ করা শুরু হয়। এই সবের জন্য নাকি আমার মা দায়ী, কেবল মেয়ের মা বলে?’
সুস্মিতার কথায়, ‘মা খুব কষ্ট পান এতে। এই বয়সে এসে মাকে স্যোশাল মিডিয়ায় অপমানিত হতে হচ্ছে।’ নায়কার মতে তাঁর মায়ের চেহারার জন্য নাকি তিনি এই কটাক্ষের মুখে আরও বেশি করে পড়ছেন। তাঁর কথায়, ‘মায়ের গায়ের রং একটু কালো। সৌন্দর্যের তথাকথিত মাপ কাঠি অনুযায়ী দেখতে নয় মা-কে। সেখান থেকে কিছু মানুষের ধারনা মায়ের জন্য মনে হয় এটা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘হাজার আমাকে কুঠার আঘাত করুক আমি ভাঙব না, আমি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কাউকে উত্তরও দেব না। কারণ আমি কাদা ছোঁড়াছুঁড়িতে বিশ্বাসী নই। ভালো খারাপ সবার মধ্যে থাকে, তাই ওঁর ওটা ভুল তাই থাকব না, বা আমার এটা ভুল তাই ও আমার সঙ্গে থাকবে না। ওভাবে বলা যায় না।’
আরও পড়ুন: 'বহুক্ষণ একসঙ্গে…' সোনামণির সঙ্গে প্রেম প্রসঙ্গে মুখ খুললেন প্রতীক সেন! নায়িকার ১ম স্বামীকে চেনেন?
কিন্তু এত কিছুর পর কী আর নতুন করে কোনও মানুষের হাত ধরার ইচ্ছে আছে সুস্মিতার? এই প্রশ্নে নায়িকা জানান তিনি এই মুহূর্তে এই সব নিয়ে ভাবছেন না। তিনি বর্তমানে তাঁর কাজ নিয়ে ব্যস্ত থাকতে চান। সামনে বেশ বড় বড় কিছু কাজ আসছে তাই এখন সেটা নিয়েই ব্যস্ত নায়িকা।