প্রতীক সেন ও সোনামণি সাহা বর্তমানে একসঙ্গে কাজ না করলেও, তাঁদের জুটিকে ভীষণ মিস করেন দর্শকরা। শুধু তাই নয়, মাঝে দুজনের প্রেম-চর্চা নিয়েও তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও সেই সময়, গুঞ্জন শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্কে থাকার খবর। এবার সোনামণি সাহার সঙ্গে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে মুখ খুললেন প্রতীক।
আরও পড়ুন: সোহেল নয়, হবু শাশুড়ির সঙ্গে রোম্যান্টিক মুডে তিয়াসা! শাহরুখ কাজলের গানে উদ্দাম নাচ নায়িকার
টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়ক এই প্রসঙ্গে বলেন, ‘এত বছর একসঙ্গে কাজ করেছি। বহুক্ষণ একসঙ্গে সময় কেটেছে, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছে। আমরা খুব ভাল বন্ধু। বিভিন্ন অনুষ্ঠানে আমাদের ছবি দেখে দর্শকদের নানা রকম ইচ্ছে স্যোশাল মিডিয়ায় দেখতে পাওয়া স্বাভাবিক।’
আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ হয়নি, আমার কথা বাদ দেওয়া হয়েছে…', দেবলীনার ‘চণ্ডালিকা’ নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার
প্রসঙ্গত, ২০১৫ সালে মাত্র ১৮ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন সোনামণি। ডান্স কোরিওগ্রাফার সুব্রত রায়ের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। তবে সেই বিয়ে খুব একটা সুখের হয়নি। বছর দেড়েক যেতে না যেতেই আলাদা হয় পথ।
আরও পড়ুন: ‘কম্পাস’-এর নায়ক কে জানেন? কবে থেকে শুরু হচ্ছে মেগার সম্প্রচার? দেখে নিন
এক সাক্ষাৎকারে নিজেকে সিঙ্গল বলে দাবি করলে ফেসবুকে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুব্রত রায়। এরপর জবাব আসে সোনামণির তরফেও। নিজের বক্তব্য স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘এখন আমি সত্যিই সিঙ্গল। আমার স্বামীর সঙ্গে আলাদা আছি। তাই জানিয়েছি আমি বিবাহিত নই’। পাশাপাশি তিনি দাবি করেন, ‘আমি মুখ খুললে তো অনেককে জেলে যেতে হবে’। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ডিভোর্স হয় সুব্রত ও সোনামণির।

এরপরই সোনামণির নাম জড়াতে শুরু করে প্রতীকের সঙ্গে। মোহর ধারাবাহিকে তাঁদের জুটি এতটাই জনপ্রিয়তা পেয়েছিল যে, ‘একা-দোক্কা’তেও টিআরপি বাড়াতে প্রতীকের এন্ট্রি ঘটানো হয়েছিল। তবে সম্পর্ক নিয়ে যখনই প্রশ্ন এসেছে, তখনই তা নস্যাৎ করেছেন দু'জন।
কাজের সূত্রে, প্রতীকের নতুন মেগা 'দাদামণি' শুরু হয়েছে। চার বোনের সঙ্গে দাদার মিষ্টি বন্ধন নিয়ে এই গল্প। জি বাংলায় মাত্র এক সপ্তাহ হল মেগা শুরু হয়েছে। অন্যদিকে, সোনামণিকে বর্তমানে স্টার জলসার অন্যতম জনপ্রিয় মেগা 'শুভ বিবাহ'তে দেখা যাচ্ছে।