সোহেল দত্ত এবং তিয়াসা লেপচার প্রেম নিয়ে টলিপাড়ায় আলোচনার শেষ নেই। একে অপরের প্রেমে পড়লেও প্রথম দিকে তা নিয়ে মুখ খুলতে চাননি কেউই। তারপর আবার তাঁদের সম্পর্কের একসময় চিড়ও ধরেছিল। তবে সব ভুল বোঝাবুঝি এখন অতীত। খুল্লামখুল্লা প্রেম করছেন তাঁরা। তবে মাঝে ফের রটে গিয়েছিল তিয়াসার সঙ্গে নাকি আবার সমস্যা শুরু হয়েছে সোহেলের। তবে সব কিছুর মাঝেই কিছুদিন আগে হবু শাশুড়ি মায়ের জন্মদিন পালন করতে দেখা যায় তিয়াসাকে। তারপর কলকাতার নামি ক্লাবের খুঁটিপুজোতেও সোহেলের মা লোপা ও তিয়াসাকে এক ফ্রেমে দেখা গিয়েছিল। আর এবার সোহেলের মায়ের সঙ্গে রিল বানালেন অভিনেত্রী!
আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ হয়নি, আমার কথা বাদ দেওয়া হয়েছে…', দেবলীনার ‘চণ্ডালিকা’ নিয়ে ক্ষোভ প্রকাশ মমতার
কী ঘটেছে?
মঙ্গলবার তিয়াসা একটি রিল পোস্ট করেন। সেখানে একেবারে ঘরোয়া পোশাকে নো মেকআপ লুকে ধরা দিয়েছিলেন নায়িকা, সঙ্গে ছিলেন হবু শাশুড়ি অর্থাৎ সোহেলের মা লোপা দত্ত। শাহরুখ কাজলের বিখ্যাত ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর বিখ্যাত গান মেরে 'খোয়াব মে যো আয়ে…' -তে নাচ করতে দেখা গিয়েছে।
তাঁদের এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ছোট পর্দার জনপ্রিয় মুখ মিষ্টি সিং কমেন্ট করে লেখেন, ‘কিউট’। সোহেলের মা-ও কমেন্ট করেন। তিনি লেখেন, ‘Lovely daughter'। তাছাড়াও তাঁদের এই রিলকে ভালোবাসায় ভরে দিয়েছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘শাশুড়িকে তো বেশি ইয়ং লাগছে গো তিয়াসা। এভাবেই মজায় কেটে যাক বাকি পথটা।'
আরও পড়ুন: ‘কম্পাস’-এর নায়ক কে জানেন? কবে থেকে শুরু হচ্ছে মেগার সম্প্রচার? দেখে নিন
প্রসঙ্গত, ‘শ্যামা’ হয়ে 'কৃষ্ণকলি' ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় পা রাখেন তিয়াসা। অভিনেত্রীকে বিনোদন জগতে আসার ক্ষেত্রে তাঁর প্রাক্তন স্বামী সুবান রায় তাঁকে সাহায্য করেছিলেন। তিয়াসাও অবশ্য সেই কথা বারবারই স্বীকার করেন। নায়িকা ভালোবেসে সুবানের সঙ্গে ঘর বেঁধেছিলেন। বিনোদন জগতেও অভিনেত্রী পা রাখেন বিয়ের পড়েই। কিন্তু তারপর নানা কারণে সুবানের সঙ্গে ডিভোর্স হয় তিয়াসার। আর তারপর থেকেই নানা কটাক্ষ ধেয়ে আসে নায়িকার দিকে। অনেকে দাবি করেন, সাফল্য পেয়ে স্বামীকে নাকি ছেড়ে দিয়েছেন তিনি! অবশ্য এই প্রসঙ্গে বেশ কড়া জবাব দিয়েছিলেন অভিনেত্রী।
তারপর তিয়াসার সঙ্গে নাম জড়ায় ছোটপর্দার পরিচিত মুখ সোহেল দত্তর। সোহেল বা তিয়াশা কেউই তাঁদের সম্পর্ক নিয়ে প্রথম দিকে সরাসরি কথা না বললেও তাঁদের নানা ছবি থেকে তাঁদের সম্পর্কের ইঙ্গিত বেশ স্পষ্ট হয়ে ওঠে। তবে মাঝে তাঁদের মধ্যে নানা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এতে তাঁদের সম্পর্কও বেশ খারাপ হয়। পড়ে অবশ্য পুরোটা মিটমাট হয়ে। তারপর তাঁদের প্রেম নিয়ে অকপট থেকেছেন নায়িকা।