করিশ্মা কাপুর সুনীল দর্শনের সঙ্গে ‘জানোয়ার’, 'এক রিশতা: দ্য বন্ড অফ লাভ', ‘মেরে জীবন সাথী’ -এর মতো অনেক ছবিতে কাজ করেন। নায়িকার সঙ্গে সু সম্পর্ক ছিল সুনীলের। সেই সময় করিশ্মার সঙ্গে অভিষেক বচ্চনের প্রেম ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেড। কিন্তু হঠাৎ এই সবের মাঝে নায়িকা সঞ্জয় কাপুরকে বিয়ে করে বসেন। সুনীল দর্শনও এতে অবাক হয়েছিলেন।
আরও পড়ুন: মিমির বিকিনি লুকের প্রশংসায় পঞ্চমুক শুভশ্রী! 'দারুণ হট…', যা বললেন রাজ-পত্নী
সুনীল দর্শন ভিকি লালওয়ানির দেওয়া এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলছিলেন। সঞ্জয় কাপুরের মৃত্যুর পর তিনি কি করিশ্মার সঙ্গে কথা বলেছিলেন? তা জানতে চাওয়া হলে সুনীল বলেন, 'আমরা কথা বলেছি.. আমি এই বিষয়টা ভালো ভাবে জানি। আসলে আমি প্রথম দিন থেকেই এটা জানি। কিছু জিনিস গোপন রাখা উচিত।' তিনি জানান যে, করিশ্মা সঞ্জয় কাপুরের বোনের ছোটবেলার বন্ধু ছিলেন। সুনীল দর্শন করিশ্মার বিবাহিত জীবনের সমস্যার দিকেও নানা ইঙ্গিত করেন।
সঞ্জয়ের সঙ্গে বিয়ের আগে করিশ্মা কাপুর অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্কে ছিলেন। অভিষেকের সঙ্গে তাঁর হঠাৎ বিচ্ছেদ এবং সঞ্জয়ের সঙ্গে বিয়ের কথায় তাই খুব অবাক হয়েছিলেন সুনীল দর্শন। তিনি বলেন, 'আমার মনে হয়েছিল এটা একটা আকস্মিক সিদ্ধান্ত। কেউ জানে না কী হয়েছিল, সঞ্জয়ের সঙ্গে আগে কখনও জুটিতেও সেভাবে নজরকাড়তে দেখা যায়নি। কিন্তু ভাগ্যে লেখা ছিল।' তিনি ইঙ্গিত দেন যে, অভিষেকের সঙ্গে বিচ্ছেদের পর করিশ্মা সম্ভবত আবেগপ্রবণ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন: নীল জলে বিকিন লুকে উষ্ণতা ছড়ালেন মিমি! 'রক্তবীজ ২'-এ বড় চমক নায়িকার
সুনীল দর্শন বলেন, বিয়ের পর করিশ্মা সংসার করার স্বপ্ন দেখতেন। তিনি বলেন, ‘ও সংসার করতে চেয়েছিল। ও এমন মানুষ ছিল না যে, শনিবারে গল্ফ খেলতে যেত। ও বাড়িতে আরও বেশি সময় কাটাতে চাইত। ও খুব মিষ্টি মেয়ে... এটা খুবই দুঃখজনক।’
সুনীল দর্শনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, কারিশমা কি সঞ্জয় কাপুরের ট্রফি স্ত্রী হয়ে উঠেছেন? এর উত্তরে তিনি বলেন, 'আমার মনে হয় সমস্যাটা এখানেই তৈরি হয়েছিল। আমিও একই কথা শুনেছিলাম। ওঁকে এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে ও মানানসই ছিল না। দিল্লির নিজস্ব সংস্কৃতি আছে এবং ও সেখানে মানানসই ছিল না। ওঁরা অসংখ্য গাড়ি সহ একটা প্রাসাদবহুল বাড়িতে থাকত কিন্তু সেটা ওঁর পৃথিবী ছিল না।'