মাঝে গুঞ্জন শোনা যেত রাজ চক্রবর্তীর সঙ্গে মিমি চক্রবর্তী সম্পর্কে জড়িয়েছেন। তারপর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজ। মিমি ও শুভশ্রীর সম্পর্কে নানা ওঠা পড়া আসে। অনেক দিন তাঁদের মধ্যে সখ্যতাও ছিল না। তবে সব কিছুকে নস্যাৎ করে, গত বছর টলিপাড়ার এক পার্টিতে একসঙ্গে নজর কেড়েছিলেন মিমি-শুভশ্রী। তারপর ফ্লিমফেয়ারের মঞ্চে মিমির জনপ্রিয় গান 'দুষ্টু কোকিল'-এ শুভশ্রীকে নাচতেও দেখা যায়। আর এবার মিমির বিকিনি লুকের প্রশংসায় পঞ্চমুখ শুভশ্রী!
আরও পড়ুন: নীল জলে বিকিন লুকে উষ্ণতা ছড়ালেন মিমি! 'রক্তবীজ ২'-এ বড় চমক নায়িকার
পুজোয় বড় চমক দিতে আসছে 'রক্তবীজ ২'। আর তার আগে বুধবার বিকিনি লুকে প্রথমবারের জন্য নজর কাড়তে দেখা যায় মিমিকে। নীল রঙের বিকিনিতে ধরা দেন নায়িকা। হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড, ভিজে খোলা চুলে ঝড় তোলেন তিনি। স্যোশাল মিডিয়া জুড়েও শুরু হয় ব্যপক চর্চা। কখনও একরাশ নীল জলে হাঁটু পর্যন্ত ডুবিয়ে আনমনা হয়ে তাকিয়ে থাকতে দেখা যায় নায়িকাকে, আবার কখনও সমুদ্র সৌকতে হাতে স্কার্ফ নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মিমিকে। আবার কখনও স্কার্ফ হাতে বিকিনি পরে আনমনেই সমুদ্রের পাড় ধরে হেঁটে চলেন তিনি। আর তাঁর এই লুক নিয়েই এবার মুখ খুললেন রাজ-পত্নী।
কী বললেন শুভশ্রী?
TV9 বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভশ্রী মিমির বিকিনি লুক প্রসঙ্গে বলেন, 'কী অপূর্ব লাগছে ওঁকে, দারুণ হট। খুব ভালো লাগছে। অনেক পরিশ্রম করতে হয়। সত্যি ওঁকে কুর্নিশ জানাই। আর আমি দেখেছি যে, মিমি কাজের মধ্যেই থাকে। ও ভীষণ ভাবে স্বাস্থ্য সচেতন, ফিটনেস ফ্রিক। আর সেটা যাচ্ছে। সব থেকে ভালো লাগছে ও কঠোর পরিশ্রম করেছে। ও নিজের বডি বানিয়েছে। আর সেটাকে সম্মান দিয়ে যে ওঁর জন্য একটা গান বানানো হচ্ছে। সেটা আমার সত্যি খুব ভালো লাগছে।
আরও পড়ুন: 'বুলেট সরোজিনী'র স্টুডিয়োয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ‘পুরো শেষ…’, বললেন পর্দার ‘রণদীপ’ অভিষেক
কাজের সূত্রে শুভশ্রীকে সর্বশেষ ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত 'গৃহপ্রবেশ' ছবিতে দেখা গিয়েছে। তাছাড়াও ১৪ অগস্টে শুভশ্রীর বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু' আসছে। এই ছবিতে প্রায় ৯ বছর পর দেব-শুভশ্রী জুটিকে পর্দায় দেখতে পাবেন দর্শকরা। অন্যদিকে, পুজোয় আসছে মিমির জনপ্রিয় ছবি 'রক্তবীজ'-এর সিক্যুয়াল 'রক্তবীজ ২'। তাছাড়াও এই বছর ক্রিসমাসে মিমির আরও একটি ছবি 'ভানুপ্রিয়া ভূতের হোটেল' মুক্তি পাওয়ার কথা রয়েছে। বর্তমানে সেই ছবির শ্যুটেই ব্যস্ত নায়িকা। তবে বড়দিনে কেবল মিমি নয়, শুভশ্রীর ছবি 'লহ গৌরাঙ্গের নাম রে…'ও মুক্তি পাওয়ার কথা রয়েছে।