পুজোয় বড় চমক দিতে আসছে 'রক্তবীজ ২'। আর তার আগে ছবির জন্য বিকিনি লুকে প্রথমবারের জন্য নজর কাড়লেন মিমি চক্রবর্তী। নায়িকার এই লুক দেখে উচ্ছ্বসিত নেটপাড়া। কোনও কোনও ক্ষেত্রে তো আবার কিয়ারা আডবানী, দিপীকা পাডুকোনদের সঙ্গেও নায়িকার তুলনা চলছে।
নির্মাতাদের পক্ষ থেকে মিমির হট বিকিনি লুকের একগুচ্ছ ছবি প্রকাশ্যে এসেছে। আর তা নিয়েই শোরগোল স্যোশাল মিডিয়ায়। ছবিতে দেখা গিয়েছে নীল রঙের বিকিনিতে নায়িকা। হালকা মেকআপ, হাতে সোনালি ব্যান্ড, ভিজে খোলা চুলে ঝড় তুলেছেন তিনি। কখনও একরাশ নীল জলে হাঁটু পর্যন্ত ডুবিয়ে আনমনা হয়ে তাকিয়ে নায়িকা, আবার কখনও সমুদ্র সৌকতে হাতে স্কার্ফ নিয়ে দাঁড়িয়ে মিমি। আবার কখনও স্কার্ফ হাতে বিকিনি পরে আনমনেই সমুদ্রের পাড় ধরে হেঁটে চলেছেন তিনি। সব মিলিয়ে সৈকতে উষ্ণতা ছড়িয়েছেন নায়িকা।
আরও পড়ুন: কাঁদতে কাঁদতে সুকান্তকে বিদায় জানালেন অনন্যা! নায়িকাকে রেখে কোথায় গেলেন তিনি?
প্রসঙ্গত, এবার উল্টো রথে প্রকাশ্যে আসে ‘রক্তবীজ ২’ ছবিতে মিমি চক্রবর্তীর 'পুলিশ অফিসা' লুকের ছবি। তবে সেই লুকের পাশাপাশি ‘রক্তবীজ'-এর সংযুক্তা মিত্রকে যে বিকিনি লুকে দেখা যাবে তা আশা করেননি দর্শকরা। মিমি ছাড়াও আগের ছবির মতো এই ছবিতেও থাকছেন আবির চট্টোপাধ্যায়। এছাড়াও ভিক্টর বন্দ্যোপাধ্যায়কেও দেখা যাবে। এর আগের ছবিতে একটি গানে ও ছবির শেষে একবার দেখা মিলেছিল অঙ্কুশ হাজরার। শোনা গিয়েছে এই ছবিতে মূল খলনায়কের ভূমিকায় ধরা দেবেন নায়ক। তিনি ছাড়াও থাকছেন কৌশানী মুখোপাধ্যায়। তাঁকে 'আয়েশা'র লুকে দেখা যাবে। ইতিমধ্যেই ছবির টিজার প্রকাশ্যে এসে গিয়েছে।
আরও পড়ুন: ‘কেরিয়ার ত্যাগ’ বলার মাস ঘুরতে না ঘুরতেই ‘পাল্টি’! ফের কোন ধারাবাহিক দিয়ে অভিনয়ে ফিরছেন মধুবনী?
উল্লেখ্য, ২০১৭ সালে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সঙ্গে ‘পোস্ত’ ছবিতে অভিনয় করেছিলেন মিমি। ২০২৩ সালে রক্তবীজ ছবিতে 'সংযুক্তা'র চরিত্রে অভিনয় করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেত্রী।
এবার পালা দ্বিতীয় পর্বের। যদিও এই মুহূর্তে প্রযোজনা সংস্থার আরও একটি প্রজেক্ট ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবিতে অভিনয় করছেন মিমি। এক কথায় বলা ভালো, উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘ঘরের মেয়ে’ হয়ে গিয়েছেন মিমি। আপাতত মিমির হাতে রয়েছে পরপর কাজ তাই কখনও উত্তরবঙ্গ, কখনও দক্ষিণবঙ্গ ছুটে বেড়াতে হচ্ছে তাঁকে।