টেলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী। আপাতত অভিনেত্রীর ছেলের বয়স চার। মাঝে বেশ অনেকটা সময় অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি। তবে নিজের পার্লারের ব্যবসা ও ভ্লগিং করতেন নিয়মিত। তবে মাঝে মাঝেই তাঁকে নানা কারণে নানা কটাক্ষের মুখে পড়তে হয়েছে। বিশেষ করে, সন্তানের জন্য 'কেরিয়ার ত্যাগ' মন্তব্য করার জন্য রীতিমতো ট্রোলের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। তবে এই মন্তব্যের করার মাস ঘুরতে না ঘুরতেই ফের ধারাবাহিকে যোগ দিলেন অভিনেত্রী? কোন মেগায় দেখা মিলবে তাঁর?
জানা গিয়েছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'চিরসখা'য় দেখা যাবে নায়িকাকে। মঙ্গলবার থেকে তাঁর ট্র্যাকের সম্প্রচার শুরু হবে। ‘কমলিনী’র পক্ষের উকিল হিসেবে দেখা মিলবে নায়িকার।
আরও পড়ুন: 'গভীর অবসাদে ছিলাম, আয়নাতে নিজের মুখ দেখতে পারিনি…', বডি সেমিং প্রসঙ্গে 'বাবুর মা' অরিজিতা
প্রসঙ্গত, 'চিরসখা' ধারাবাহিকে সদ্য দেখানো হয়েছিল যে ‘কমলিনী’র মৃত স্বামী ‘চন্দ্র’ ফিরে এসেছে। আর সে ফিরে আসাতে 'কমলিনী'র বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির সকলে শুরুতে চেয়েছিল ‘কমলিনী’ যেন আবার নতুন করে ‘চন্দ্র’র সঙ্গে সংসার বাঁধে। কিন্তু পরে গোটা ছবিটা বদলে যায় 'চন্দ্র'র দ্বিতীয় স্ত্রী ‘সোহিনী’ ও মেয়ে ‘সোহালিনী’র আগমনে।
সকলে বুঝতে পারে যে, চন্দ্র তার দ্বিতীয় স্ত্রী সোহিনীর বাবার টাকা দেখে তাকে বিয়ে করেছিল। দ্বিতীয় স্ত্রীর সংসারে সব অর্থ, সম্পত্তি নিঃশেষ করে সে টাকার জন্য পুরানো সংসারে ফিরতে চায়। আর এই সব কিছুর মাঝে সোহিনী সব সত্যি চন্দ্রর পরিবারের কাছে ফাঁস করে কমলিনীর সঙ্গে একই বাড়িতে মেয়ে সোহালিনীকে নিয়ে থাকতে চায়। সব মিলিয়ে পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন: শেষমেশ লম্বা বিরতির পর দেখা মিলল সৌমিতৃষার! দিদির টানে ধর্মতলায় ‘মিঠাই রানি’
চন্দ্রর আসল উদ্দেশ্য জানতে পেরে তার মা, ছেলে বুবলাই আর ছেলের বউ বর্ষা ছাড়া কমলিনীর পরিবারের সকলে চন্দ্র বিরুদ্ধে চলে গেলে, চন্দ্র কমলিনীর সঙ্গে নতুনকে জড়িয়ে নানা নোংরা ইঙ্গিত করতে শুরু করে। যে কোনও প্রকারে কমলিনীকে দিয়ে বাড়ি লিখিয়ে নিতে চায়, যা স্বতন্ত্র তাকে জন্মদিন উপলক্ষ্যে উপহার হিসেবে দিয়েছিল। কিন্তু তা আর হয়ে ওঠে না। কমলিনী চন্দ্রর থেকে মিউচ্যুয়াল ডিভোর্স চাইলে চন্দ্র তাতে রাজি হয় না ফলে তা গড়ায় কোট পর্যন্ত। ইতিমধ্যেই মেগায় ডিভোর্সের মামলা নিয়ে কোর্ট রুম ড্রামা শুরু হয়েছে। সেখানেই 'কমলিনী'-এর পক্ষের উকিল হিসেবে দেখা মিলেছে মধুবনীর। বলা ভালো এই মেগার সঙ্গে শুরু থেকে যুক্ত আছেন নায়িকার স্বামী রাজা গোস্বামী। তাঁকে কমলিনীর ছোট ছেলে 'বাবিল' ওরফে 'পলাশপ্রিয়'র ভূমিকায় দেখছেন দর্শকরা।