বর্তমানে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায়। ইতিমধ্যেই সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'কিলবিল সোসাইটি'তে গুরুত্বপূর্ণ ভূমিকায় নজর কেড়েছেন নায়িকা। মেগা হোক বা সিরিজ কিংবা ছবি বা মঞ্চ অভিনয়ের সব ধারাতেই অরিজিতার অবাধ বিচরণ। সব মাধ্যমেই তিনি সমান ভাবে দর্শকদের মন জয় করেছেন। তবে তাঁর সব থেকে চর্চিত চরিত্র হল ‘নিম ফুলের মধু’-এর 'বাবুর মা'। কিন্তু জানলে অবাক হবেন কেরিয়ারের শুরুতে নায়িকাকে বডি শেমিংয়ের শিকার হতে হয়েছিল।
এবার সেই প্রসঙ্গেই আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী। অরিজিতার গড়ন বরাবরই লম্বা ও চওড়া, তাই স্কুলে ‘বিসর্জন’ নাটক হলে 'অপর্ণা'র চরিত্রে সুযোগ পেতেন না অভিনেত্রী। তাঁকে 'গুণবতী' হতে হত। তাঁর কথায়, ‘তখন শরীরে মেদ ছিল না। কিন্তু লম্বা ও চওড়া হওয়ায়, আমাকে দেখতে পরিণত লাগত।’
আরও পড়ুন: শেষমেশ লম্বা বিরতির পর দেখা মিলল সৌমিতৃষার! দিদির টানে ধর্মতলায় ‘মিঠাই রানি’
তারপর প্রায় ২০১৪ পর্যন্ত রোগাই ছিলেন নায়িকা। এরপর ধীরে ধীরে ওজন বাড়ে। যার জন্য মঞ্চ হোক বা মেগা সব ক্ষেত্রেই নিজের বয়সের থেকে বেশি বয়সের চরিত্রের জন্য অফার আসত তাঁর কাছে। অরিজিতার কথায়, ‘আমি ২৮ বছর বয়স থেকে ছোটপর্দায় অভিনয় করছি। প্রথম যে চরিত্র পাই, তার বয়স হয়তো ৪০ পেরিয়ে গিয়েছে। আমার কাছে সেই চরিত্রে অভিনয় করা চ্যালেঞ্জ ছিল। কারণ সেই বয়সটাকে আমি জানতামই না তখন। কিন্তু সেটাই তো অভিনেতার কাজ।’
তবে চেহারা নিয়ে অনেক বাঁকা কথা শুনতে হয়েছে তাঁকে। কাজের জায়গায় তো বটেই তাছাড়াও দর্শকদের থেকেও 'হাতি', 'জলহস্তী'-এর মতো কটাক্ষ ধেয়ে এসেছে নায়িকার দিকে। অরিজিতা বলেন, ‘প্রথমে খারাপ লাগত। মুখের উপর কথা বলে দিতাম। তবে বেশি ক্ষণ ঝগড়া করতে পারি না আমি। তাই কেঁদে ফেলতাম। তখন সমাজমাধ্যমের নিরিখে তথাকথিত কিছু মানুষ সহকর্মী হয়েও আমার পাশে দাঁড়াননি। উল্টে আমাকেই তাঁরা বলেছেন, আমি নাকি অতিরিক্ত প্রতিক্রিয়া দিচ্ছি।’
আরও পড়ুন: সুদীপকে দাদা বলে ডাকেন পৃথা? ‘এত বেকার…’, নেটিজেনরা ট্রোল করতেই কড়া জবাব দিলেন নায়কের প্রাক্তন
চেহারার জন্য অনেক কাজও হাতছাড়া হয়েছিল তাঁর। সেই সময় গভীর মানসিক অবসাদে ভুগেছিলেন তিনি। নায়িকার কথায়, ‘অতিমারির পরে এমনিতেই সকলের কাজের অভাব। তার উপর এই ঘটনা। গভীর অবসাদে ভুগে ছিলাম আমি। মনে আছে, টানা ১৮ দিন আমি বিছানা ছেড়ে উঠে আয়নাতে নিজের মুখ দেখতে পারিনি। আমি হাল ছেড়ে দিয়েছিলাম।’
তবে এক্ষেত্রে কাছের মানুষদের পাশে পেয়েছিলে তিনি। সব সময় তাঁরা নায়িকাকে সাহস জুগিয়েছিলেন। তারপর সৃজিতের ‘এক্স= প্রেম’-এ অভিনয়ের মাধ্যমে ফের আত্মবিশ্বাস বাড়তে শুরু করে তাঁর। তবে এখন আর এই সব কিছুকে পাত্তা দেন না অভিনেত্রী। তবে তাঁর সামনে যদি কাউকে কোনও ভাবে বডি সেমিং করা হয় সেখানে তাঁদের হয়ে সব সময় সরব হন অরিজিতা। বর্তমানে অভিনেত্রীকে 'রাজরাজেশ্বরী রানি ভবানী'তে দেখা যাচ্ছে।